thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ 24, ১৪ চৈত্র ১৪৩০,  ১৮ রমজান 1445

হারের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে দিন শেষ করল বাংলাদেশ

২০২২ জুন ২৭ ০৭:০২:৪৭
হারের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে দিন শেষ করল বাংলাদেশ

দ্য রিপোর্ট ডেস্ক: আরেকটা টেস্ট ম্যাচ হারের একেবারে দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ। অ্যান্টিগা টেস্টে ইনিংসে হারের কিনারে দাঁড়িয়েও সাকিব আল হাসান-নুরুল হাসান সোহানের জুটিতে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ।

কিন্তু সেইন্ট লুসিয়া টেস্টে দলের বিপর্যয় ঠেকানোর কেউই নেই বলা চলে। ক্যারিবীয়দের প্রথম ইনিংসে নেয়া ১৭৪ রানের লিড টপকাতে গিয়ে বালির বাঁধের মতো ভেঙে পড়ে বাংলাদেশের টপ-অর্ডার।

তামিম ইকবাল তৃতীয় ওভারেই বিদায় নেন ৪ রান করে। কেমার রোচের অনেকটা বাইরের বল খেলতে গিয়ে ডেকে আনেন বিপদ। ব্যাটের কানায় লেগে বল চলে যায় উইকেট রক্ষক জশুয়া দ্য সিলভার হাতে। তামিমকে ফিরিয়ে রোচ তুলে নেন টেস্ট ক্যারিয়ারের ২৫০তম উইকেট।

তামিম বিদায় নিলেও মাহমুদুল হাসান শান্ত আর নাজমুল হোসেনের জুটি কিছুটা আশা দেখিয়ে মুহূর্তেই নিরাশ করে। রোচের বাউন্সারে জয় (১৩) ক্যাচ তুলে দেন স্লিপে থাকা জার্মেইন ব্ল্যাকউডের হাতে।

এনামুল হক বিজয়ও হাঁটলেন একই পথে। মাত্র ৪ রান করে রোচের বলেই হন এলবিডব্লু। এরপর খানিকক্ষণ খেলা বন্ধ থাকে বৃষ্টিতে। বৃষ্টি শেষে ফিরে লিটন দাসকে এলবিডব্লুর ফাঁদে ফেলে ১৯ রানে ফেরান জ্যেডেন সিলস।

সাকিব আল হাসানের ভয়ডরহীন ব্যাটিং আজ খুব একটা সফল হয়নি। আলজারি জোসেফের বলে ১৬ রানের মাথায় ক্যাচ দেন স্লিপে থাকা জন ক্যাম্পবেলের হাতে।

সাকিবের বিদায়ে অনেকটা নিশ্চিত, এই ম্যাচটা চলে গেছে বাংলাদেশের আয়ত্বের বাইরে। শেষ সেশনে বৃষ্টি বাধায় খেলা বন্ধ না হলে হয়তো চতুর্থ দিনের জন্য অপেক্ষা করতে হত না।

দিন শেষে অপরাজিত রয়েছেন ১৬ রানে নুরুল হাসান সোহান ও মেহেদী হাসান মিরাজ (০)। বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১৩২, পিছিয়ে রয়েছে ৪২ রানে।

এর আগে বাংলাদেশের প্রথম ইনিংসে করা ২৩৪ রানের জবাবে ব্যাট করতে নেমে ৪০৮ রান তুলে ইনিংস শেষ করে উইন্ডিজ।

(দ্য রিপোর্ট/আরজেড/ ২৬জুন, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর