thereport24.com
ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল 24, ১০ বৈশাখ ১৪৩১,  ১৫ শাওয়াল 1445

প্রতারণা মামলায় জেলে গেলেন  ‘চিঠি এলো জেলখানাতে' গানের শিল্পী

২০২২ জুন ২৮ ১০:৫৯:৩৮
প্রতারণা মামলায় জেলে গেলেন  ‘চিঠি এলো জেলখানাতে' গানের শিল্পী

দ্য রিপোর্ট প্রতিবেদক: সালমান শাহ অভিনীত 'সত্যের মৃত্যু নেই' সিনেমার জনপ্রিয় গান ‘চিঠি এলো জেলখানাতে অনেক দিনের পর’-এর শিল্পী আব্দুল মান্নান রানাকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। প্রায় দুই কোটি টাকা চেক প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে এ কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৭ জুন) এ রায় দেন চট্টগ্রামের চতুর্থ যুগ্ম মহানগর দায়রা জজ আফরোজা জেসমিন কলির আদালত। তবে রায়ের সময় আদালতে অনুপস্থিত ছিলেন আসামি।

মামলার বাদীপক্ষের আইনজীবী ও সহকারী পিপি অ্যাডভোকেট তপন কুমার দাশ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২০১৪ সালে আব্দুল মান্নান রানার বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার অভিযোগে দুটি মামলা করেন কোতোয়ালি থানার চৈতন্য গলি জিন্নাহ পাড়ার আবদুল্লাহ আল হারুন। একটি চেকে ৯৪ লাখ ৮৯ হাজার ৮২৯ টাকা এবং অন্য একটি চেকে ৯৪ লাখ টাকা অপর্যাপ্ত তহবিলের কারণে ডিজঅনার হয়। পরে আইনজীবীর মাধ্যমে রানার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়। নোটিশ পাওয়ার পরও আসামি চেকের টাকা পরিশোধ না করায় আদালতে মামলা দায়ের করা হয়।

মামলায় আদালত তার বিরুদ্ধে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন।একই আদেশে আদালত চেকের সমপরিমাণ অর্থদণ্ডের আদেশ দিয়েছেন। পৃথক দুটি মামলায় এই সঙ্গীতশিল্পীকে এক বছর করে মোট দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

উল্লেখ্য, ১৯৯৬ সালে সালমান শাহ অভিনীত সত্যের মৃত্যু নেই সিনেমায় গাওয়া ‘চিঠি এল জেলখানাতে অনেক দিনের পর’ গানটি বেশ জনপ্রিয় হয়েছিল। এর আগে ৮০ ও ৯০-এর দশকে বেশ কিছু বাংলা চলচ্চিত্রে প্লে-ব্যাক করেন তিনি।

(দ্য রিপোর্ট/আরজেড/ ২৮ জুন, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর