thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৬ আগস্ট ২০২২, ১ ভাদ্র ১৪২৯,  ১৮ মহররম 1444

ওয়ানডে সিরিজ থেকে ছুটি চাইলেন সাকিব

২০২২ জুন ২৯ ০৯:৫৫:৪২
ওয়ানডে সিরিজ থেকে ছুটি চাইলেন সাকিব

দ্য রিপোর্ট ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট সিরিজ শেষ হলো গতকাল। ২-০ ব্যবধানে টেস্ট সিরিজে ধোলাই হওয়ার পর এই ফরম্যাটের অধিনায়ক সাকিব আল হাসান ওয়ানডে সিরিজ থেকে ছুটি চেয়েছেন।

আগামী ১০ জুলাই থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। বাকি দুই ম্যাচ হবে যথাক্রমে ১৩ এবং ১৬ জুলাই।

এর আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২ জুলাই থেকে। বোর্ডের সূত্র জানিয়েছে, সাকিব টি-টোয়েন্টি সিরিজে থাকবেন। তাকে ওয়ানডে সিরিজ থেকে ছুটি দেওয়া হতে পারে। সেক্ষেত্রে সাকিবের জায়গায় টেস্ট দলে থাকা অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলামকে অন্তর্ভুক্ত করা হবে।

(দ্য রিপোর্ট/আরজেড/ ২৯ জুন, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর