thereport24.com
ঢাকা, বুধবার, ১৭ আগস্ট ২০২২, ১ ভাদ্র ১৪২৯,  ১৯ মহররম 1444

পদ্মা সেতুর টোল প্লাজার কাছে গাড়ির চাপায় নারী নিহত

২০২২ জুন ৩০ ১৭:০৪:১৮
পদ্মা সেতুর টোল প্লাজার কাছে গাড়ির চাপায় নারী নিহত

দ্য রিপোর্ট প্রতিবেদক: পদ্মা সেতুর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের টোল প্লাজার কাছে প্রাইভেট কার চাপায় নাম না জানা এক নারী (৬০) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি।

পুলিশ, ও শ্রীনগর ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, পদ্মা উত্তর থানার কাছের এক্সপ্রেসওয়ে দিয়ে এক নারী রাস্তা পার হচ্ছিলেন। এসময় গাড়ি চাপায় ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে পদ্মা উত্তর থানায় হস্তান্তর করা হয়।

সেতুর উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, ঘটনার সঙ্গে জড়িত গাড়িটি আটক করা সম্ভব হয়নি। গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে।

(দ্য রিপোর্ট/আরজেড/ ৩০ জুন, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর