thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ 24, ১৪ চৈত্র ১৪৩০,  ১৮ রমজান 1445

২৭ বছরের সম্পর্কের ইতি টানলেন মীর, ব্যথিত ভক্তরা

২০২২ জুলাই ০১ ২১:০৫:২২
২৭ বছরের সম্পর্কের ইতি টানলেন মীর, ব্যথিত ভক্তরা

দ্য রিপোর্ট ডেস্ক: সঞ্চালক-অভিনেতা মীর আফসার আলী। ঘুম থেকে উঠেই পশ্চিমবঙ্গের শ্রোতারা রেডিও মির্চিতে মানুষটির কণ্ঠ শুনে থাকেন। প্রায় তিন দশকের এই ছন্দে এবার পতন ঘটলো। কারণ রেডিও মির্চিতে আর শোনা যাবে না এই সকালম্যানকে। দীর্ঘ সময় পর এই রেডিও স্টেশনের সঙ্গে সম্পর্কের ইতি টেনেছেন মীর।

শুক্রবার (১ জুলাই) সকালে ফেসবুক স্ট্যাটাসে এই দুঃসংবাদ দেন মীর। আকাশবাণীর রেডিও স্টেশনে বসা তার প্রথম দিনের ছবিও শেয়ার করেন। তাতে মীর বলেন—‘১৯৯৪ সালের ৬ আগস্ট থেকে ২০২২ সালের ৩০ জুন। রেডিওর সঙ্গে এই ২৭ বছর সক্রিয়ভাবে যুক্ত ছিলাম। আমায় শোনার জন্য সবাইকে ভালোবাসা, অভিবাদন। মির্চি ছেড়েছি, তবে রেডিও নয়। কষ্ট হচ্ছে একটু। ওই ৯৮.৩ শতাংশর মতন। গল্পের পরবর্তী অংশ ব্রেকের পর।’

২৭ বছরের সম্পর্কের ইতি টানায় কষ্ট শুধু মীরের একা হচ্ছে না; ব্যথিত তার ভক্ত-শ্রোতারাও। কমেন্টস সেকশন ঘুরে অন্তত তেমনটাই দেখা যায়। সুস্মিতা লিখেছেন, ‘মেনে নিতে কষ্ট হচ্ছে।’ মৌমিতা রায় লিখেছেন, ‘জাস্ট মানতে পারছি না। সানডে সাসপেন্স, শার্লক হোমসের কি হবে! ৯৮.৩ শতাংশ ভালোবাসাটা তো তোমার জন্যই ছিল আর থাকবেও, ভালো থেকো মীরদা।’

রূপম মুখার্জি বিস্মিত হয়ে লিখেছেন, ‘সেকি! ভোরবেলা কাজে বেরোতে হয়, জগন্নাথ বসুর কালীকথার পরই সকালম্যান মীরের অপেক্ষায় থাকি! এই রাজ্য থেকে ওই রাজ্য ড্রাইভ করে যাওয়ার সময়েও মনোটনি কাটাতে পেন ড্রাইভে লোড করে নিয়েছি কয়েকটা সানডে সাসপেন্স। একটু দূরে গেলেই তো আর রেডিও কাজ করে না। এবার কী হবে! আপনি মশাই এসে আমায় গল্প শুনিয়ে যাবেন।’ এমন অসংখ্য মন্তব্য শোভা পাচ্ছে মীরের কমেন্ট বক্সে।

(দ্য রিপোর্ট/আরজেড/ ০১ জুলাই, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর