thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

টি-২০'র পর টেস্টেও লজ্জার বিশ্বরেকর্ড ব্রড-এর

২০২২ জুলাই ০২ ২২:০১:৪৪
টি-২০'র পর টেস্টেও লজ্জার বিশ্বরেকর্ড ব্রড-এর

দ্য রিপোর্ট ডেস্ক: ভারত টেস্ট দলের প্রধান বোলার তিনি। ২৯ টেস্টে ১২৩ উইকেট শিকারি ভারত পেসার বুমরাহ’র কাছ থেকে ব্যাটিংয়ে আহামরি অবদান ভারত টিম ম্যানেজমেন্টও প্রত্যাশা করে না।

৪৫ ইনিংসের মধ্যে ১৫টি ডাক, ব্যাটিংয়ে বলার মতো ইনিংস এত দিন ছিল শুধু একটি, ২০২১ সালের আগস্টে লর্ডসে ৩৪*। এজবাস্টনে সেই বুমরাহ করেছেন বিশ্বরেকর্ড! পাড়া মহল্লা মানের বোলারে নামিয়ে এনেছেন ব্রডকে।

এতোদিন টেস্টে এক ওভারে সর্বাধিক ২৮ রান খরচায় যৌথভাবে রেকর্ড ছিল দক্ষিণ আফ্রিকার পিটারসন, ইংল্যান্ডের এন্ডারসন এবং জো রুটের। ২০০৩-৪এ জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকা স্পিনার পিটারসেনের এক কভারে ৪ চার ২ ছক্কায় ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ডারি আদায় করেছিলেন ২৮ রান।

২০১৩-১৪ মৌসুমে পার্থে অস্ট্রেলিয়ার বেইলি ইংলিশ পেসার ৩ ছক্কা, ২ চার, ১ ডাবলে নিয়েছেন ২৮ রান। ২০১৯-২০ মৌসুমে ইংল্যান্ডের অকেশনাল স্পিনার জো রুটের এক ওভারে পোর্ট এলিজাবেথ টেস্টে দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ নিয়েছেন ২৮ রান। সেই রেকর্ড টপকে টেস্টে লজ্জার বিশ্বরেকর্ড করেছেন ব্রড। ৮ বলের এক ওভারে খরচা করেছেন ৩৫ রান। যে ওভারে ভারতের টেল এন্ডার জসপ্রিত বুমরাহ নিয়েছেন ২৯ রান।

৮৪তম ওভারের প্রথম বলে ব্রডকে হুক শটে বাউন্ডারি দিয়ে শুরু বুমরাহ’র। ২য় বলে ওয়াইড এর কল্যাণে এসেছে ৫ রান। বোনাস ডেলিভারিটি হয়েছে নো, সিগন্যাল দেখে হুক শটে মেরেছেন বুমরাহ ছক্কা। পরের ডেলিভারিতে মিড অন দিয়ে বাউন্ডারি ! প্রথম ২ বলে ২০! শেষ ৪ বলে ৪,৪,৬,১! প্রথম বাউন্ডারিটি ফাইন লেগ দিয়ে, দ্বিতীয়টি ডিপ স্কোয়ার লেগ দিয়ে। ছক্কাটি ডিপ স্কোয়ার লেগের উপর দিয়ে। পরের ওভারে স্ট্রাইক পেতে নিয়েছেন সিঙ্গেল।

১৬ বলে ৩১ রানের হার না মানা ইনিংসে ব্রডের উপর এতটাই আক্রমণাত্মক ছিলেন বুমরাহ। ২০০৭ বিশ্বকাপে ডারবানে যুবরাজের হাতে ৬ ছক্কায় ৩৬ রান খরচা এখনো সংক্ষিপ্ত ভার্সনের আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বরেকর্ড।

১৫ বছর পর টেস্টেও এক ওভারে সর্বোচ্চ রান খরচায় লজ্জার বিশ্বরেকর্ড গড়লেন ব্রড। দুই রেকর্ডেই প্রতিপক্ষ ভারত। সে বার যুবরাজই ৩৬ রান করেছিলেন। এ বার বুমরা করেছেন ২৯ রান।

বুমরাহ’র এই আক্রমনাত্মক ব্যাটিংয়ে এজবাস্টন টেস্টে ভারত থেমেছে প্রথম ইনিংসে৬১৬-তে। দ্বিতীয় দিন মাত্র ১১.৫ ওভারে ভারত যোগ করেছে শেষ ৩ উইকেটে ৭৮ রান। আগের দিন ৮৩ রানে ব্যাটিংয়ে থাকা রবীন্দ্র জাদেজা টেস্ট ক্যারিয়ারে তৃতীয় সেঞ্চুরি পূর্ণ করেছেন (১৯৪ বলে ১৩ চার-এ ১০৪)। প্রথম দিন ৩ উইকেট পেয়ে (৩/৫২) উজ্জীবিত ইংলিশ পেসার এন্ডারসন এ দিন টেস্ট ক্যারিয়ারে ইনিংসে ৩২তম বার দেখেছেন ৫ উইকেটের মুখ (২১.৫-৪-৬০-৫)। ভারতের বিপক্ষে এটি তার ৬ষ্ঠ বারের মতো ইনিংসে ৫ উইকেট।

(দ্য রিপোর্ট/আরজেড/ ০২ জুলাই, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর