thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল 24, ৩ বৈশাখ ১৪৩১,  ৭ শাওয়াল 1445

এনামুলের কাছে ডমিঙ্গোর প্রত্যাশা

২০২২ জুলাই ০৩ ১৯:৫২:৩৮
এনামুলের কাছে ডমিঙ্গোর প্রত্যাশা

দ্য রিপোর্ট ডেস্ক: ৭৯ টি-টোয়েন্টি ম্যাচ পর জাতীয় দলে ফেরা এনামুল হক বিজয়ের থেকে বড় ইনিংসের প্রত্যাশায় আছেন জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। ডানহাতি ব্যাটসম্যান ২০১৫ সালের ১৫ নভেম্বর জাতীয় দলের হয়ে শেষ খেলেছিলেন। এরপর গতকাল তার প্রত্যাবর্তন হয়েছে। দুই টি-টোয়েন্টির মাঝে সময় ও ম্যাচের হিসাবে বাংলাদেশের হয়ে সবচেয়ে দীর্ঘ বিরতির রেকর্ডটি নিজের করে নিলেন এ ব্যাটসম্যান। ফেরার মঞ্চ পারেননি খুব একটা রাঙাতে, করেন ১০ বলে ১৬ রান।

স্কোরবোর্ড দেখলে তৃপ্তি পাওয়া যাবে না। তবে তার ইনিংসের গভীরতা খারাপ ছিল না। ইতিবাচক মনোভাবে ইনিংস শুরু করেছেন। দুইটি বাউন্ডারি মেরেছেন ব্যাট-বলে তাল মিলিয়ে। একটি গেছে মিস টাইমিংয়ে। সেটাতেও ছিল বেশ জোর। কিন্তু ম্যাককয়ের বলে এলবিডব্লিউ হয়ে তার ইনিংসটি বড় হয়নি। তার ইতিবাচক মনোভাব, দ্রুত রান তোলার তাড়না, দুর্দান্ত ফিল্ডিং মনে ধরেছে রাসেল ডমিঙ্গোর। তবে তার থেকে বড় কিছুর আশায় আছেন কোচ।

ডমিনিকোয় প্রথম টি-টোয়েন্টি পরিত্যক্ত হওয়ার পর ডমিঙ্গো বলেছেন, ‘সে টেস্ট ও টি-টোয়েন্টি দুই ফরম্যাটেই খেলেছে। বেশ পরিশ্রম করেই ফিরেছে। তার উপস্থিতি ভালো লাগছে। রান করতে মুখিয়ে আছে। ফিল্ডার হিসেবেও দারুণ। এটা খুব গুরুত্বপূর্ণ। নিজের নামের পাশে দারুণ ফর্ম ও অভিজ্ঞতা নিয়ে সে আবার ফিরেছে। শক্তিশালী দলে এমন কাউকে প্রয়োজন। তবে তাকে রান করতে হবে। শুরু পেয়েছে বেশ কিছু ইনিংসে। সেগুলোকে বড় করতে হবে।’

গতকাল রাতে প্রথম টি-টোয়েন্টি বৃষ্টির বাগড়ায় পরিত্যক্ত হয়। তবে বাংলাদেশের ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা শেষ হয়নি। ভালো শুরুর পর মাত্র ২১ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ। ডমিঙ্গো ভুল না ধরে ছেলেদের পাশেই আছেন, ‘আমাদের কিছু ছেলে বেশ কয়েক সপ্তাহ খেলায় ছিল না। আফিফ, মাহমুদউল্লাহ- ওরা ভালোমতো অনুশীলনের সুযোগ পায়নি। মাহমুদউল্লাহ তো আমার মনে হয় ওর সর্বশেষ ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকায়।’

১৩ ওভারে ৮ উইকেটে বাংলাদেশ ১০৫ রান তোলে। সাকিবের দ্রুতগতির ২৯ ও সোহানের ছোট্ট ২৫ রানের ক্যামিওতে বাংলাদেশের মুখ রক্ষা হয়। দ্বিতীয় ম্যাচে ভুল শুধরে ভালো কিছুর প্রত্যাশা করছেন কোচ, ‘সাকিব ভুল সময়ে আউট হয়ে গেছে। ওর কাছ থেকে আমাদের বড় স্কোর দরকার ছিল। সোহানও এই সংস্করণে ভালো। ও বিগ হিটার, শক্তিশালী ব্যাটসম্যান। কিন্তু সেও ভুল করে আউট হলো। তার জন্য এটা শেখার একটা দিন। তবু দেখে ভালো লাগছে যে সে ফর্মে আছে।’

(দ্য রিপোর্ট/আরজেড/ ০৩ জুলাই, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর