thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৫ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

ইউরোপে যাওয়ার পথে ভূমধ্যসাগর থেকে ৬৩ শরণার্থী উদ্ধার

২০২২ জুলাই ০৭ ১২:২৯:৩০
ইউরোপে যাওয়ার পথে ভূমধ্যসাগর থেকে ৬৩ শরণার্থী উদ্ধার

দ্য রিপোর্ট ডেস্ক: ইউরোপীয় সংস্থা শিপ ওশান ভাইকিংস ভূমধ্যসাগর মাল্টা থেকে ৬৩ জন শরণার্থীকে উদ্ধার কর হয়েছে। বৃহস্পতিবার (৭ জুলাই) তাদের উদ্ধার করা হয়। যেখানে বেশ কয়েকজন বাংলাদেশীও থাকতে পারে বলে জানা গেছে। তবে বিষয়টি এখনও পুরোপুরি নিশ্চিত নয়।

এদিকে জাতিসংঘের ইউএনসিএইচআর-এর তথ্য বলছে ২০২১ সালে বাংলাদেশ থেকে যাওয়া নাগরিকদের সংখ্যা সব থেকে বেশি ছিল, বিভিন্ন দেশে রাজনৈতিক আশ্রয়ের ক্ষেত্রে।

পৃথিবীর বিভিন্ন দেশে গত বছর ৬৫ হাজার ৪৯৫ বাংলাদেশি রাজনৈতিক আশ্রয় চেয়েছে। সংস্থাটির হিসাবে এক বছরে ২২ হাজার ৬৭২ বাংলাদেশি শরণার্থী হিসেবে নিবন্ধিত হয়েছে।

এর আগে ২০২০ সালে দেশে দেশে আশ্রয়প্রার্থী বাংলাদেশি ছিলেন ৬৪ হাজার ৬৩৬ জন, ২০১৯ সালে ৬২ হাজার ৮৬০ জন এবং ২০১৮ সালে ৬২ হাজার ৮৬০ জন।

(দ্য রিপোর্ট/আরজেড/ ০৭ জুলাই, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর