thereport24.com
ঢাকা, বুধবার, ১৭ এপ্রিল 24, ৩ বৈশাখ ১৪৩১,  ৮ শাওয়াল 1445

গাবতলীতে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়

২০২২ জুলাই ০৭ ২০:২৫:৪৮
গাবতলীতে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়

দ্য রিপোর্ট প্রতিবেদক: কোরবানি ঈদকে সামনে রেখে ঢাকা ছাড়তে শুরু করেছে মানুষ। বাস টার্মিনালগুলোতে নেমেছে মানুষের ঢল। বিশেষ করে ঈদের আগে শেষ কর্মদিবস হওয়ায় রাজধানীর গাবতলী বাসটার্মিনালে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে।

বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুরের পর গাবতলী বাসটার্মিনাল ঘুরে দেখে গেছে, নাড়ির টানে বাড়ি যেতে অনেকেই আধাবেলা অফিস করে গাবতলীতে আসছেন। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রী আরও বাড়বে বল মনে করছেন সংশ্লিষ্টরা।

দিনাজপুরের যাত্রী মিলন বলছেন, পরিবার নিয়ে গ্রামের বাড়ি যেতে তিন দিন আগেই অগ্রিম টিকিট কেটেছি। আজ আধাবেলা অফিস করে গাবতলীতে এসেছি। বাস ছাড়ার অপেক্ষায় রয়েছি।

শিক্ষার্থী মুত্তাকীন জানান, বন্ধুরা মিলে একসঙ্গে বাড়ি যাব। তিন ঘণ্টা আগেই গাবতলীতে এসেছি। আসা করছি, যানজট হবে না। দ্রুতই বাড়ি যেতে পারব।

বেশ কয়েকজন কাউন্টার মাস্টার জানান, গতবারের তুলনায় এবার যাত্রীর সংখ্যা কম। তবে আজ যেহেতু শেষ অফিস, অনেকেই বিকেল বা সন্ধ্যানাগাদ আসবেন। তখন ভিড় আরও বাড়বে।

এদিকে যাত্রীদের অভিযোগ, এবারও বেশি দামে টিকিট কিনতে হচ্ছে তাদের। যদিও এমন অভিযোগ অস্বীকার করেছেন পরিবহন সংশ্লিষ্টরা। তারা বলছেন, সরকার নির্ধারিত দামে টিকিট বিক্রি করা হচ্ছে।

(দ্য রিপোর্ট/আরজেড/ ০৭ জুলাই, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর