thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল 24, ৩ বৈশাখ ১৪৩১,  ৭ শাওয়াল 1445

সূচকের পতন পুঁজিবাজারে

২০২২ জুলাই ১৭ ১৫:৪৬:১২
সূচকের পতন পুঁজিবাজারে

দ্য রিপোর্ট প্রতিবেদক: দেশের প্রধান শেয়ারবাজারে সূচকের পতনের মধ্য দিয়ে সপ্তাহের প্রথমদিন (১৭ জুলাই) লেনদেন শেষ হয়েছে। এদিন অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর কমেছে। তবে লেনদেন আগের কার্যদিবসের চেয়ে কিছুটা বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২০ পয়েন্ট কমে ৬৩০৪ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া, ডিএসই শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে ১৩৭৬ পয়েন্টে, ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট কমে ২২৬৭ পয়েন্টে আছে।

ডিএসইতে মোট ৩৮২ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দরপতন হয়েছে ২৩৬ কোম্পানির। এছাড়া৯৯ কোম্পানিরদর বেড়েছে। অপরিবর্তিত রয়েছে ৪৭ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের।

ডিএসইতে মোট ৫৯৩ কোটি ৪৯ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৮০ কোটি ৬৩ লাখ টাকা।

এদিকে, অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ৪৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ৯৯ পয়েন্টে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭১ পয়েন্ট কমে ১৮ হাজার ৫২৩ পয়েন্টে, সিএসই৩০ সূচক ২৯ পয়েন্ট কমে ১৩ হাজার ৫৭৯ পয়েন্টে অবস্থান করছে।

(দ্য রিপোর্ট/ ১৭ জুলাই,২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর