thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

বিশাল দরপতন পুঁজিবাজারে

২০২২ জুলাই ১৮ ১৭:০৪:২৭
বিশাল দরপতন পুঁজিবাজারে

দ্য রিপোর্ট প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে সোমবার (১৮জুলাই) লেনদেন শুরু থেকে শেষ পর্যন্ত বড় ধরনের দরপতন হয়েছে। এদিন সূচক, লেনদেন এবং অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটসহ সবকিছুতেই পতন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৮৭ পয়েন্ট পতনের পর ৬২১৬ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া, ডিএসই শরীয়াহ সূচক ১৬ পয়েন্ট কমে ১৩৫৯ পয়েন্টে, ডিএস৩০ সূচক ৩১ পয়েন্ট কমে ২২৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৮২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২ কোম্পানির। এছাড়া, দরপতন হয়েছে ৩৫৮ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ১২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের।

ডিএসইতে মোট ৫১৫ কোটি ২৯ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৯৩ কোটি ৪৯ লাখ টাকা।

এদিকে, অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ১৪৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১০ হাজার ৯৫৩ পয়েন্টে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৪২ পয়েন্ট কমে ১৮ হাজার ২৮০ পয়েন্টে, সিএসই৩০ সূচক ১৭৪ পয়েন্ট কমে ১৩ হাজার ৪০৫ পয়েন্টে অবস্থান করছে।

(দ্য রিপোর্ট/ ১৮ জুলাই,২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর