thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১১ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

একবছরের মধ্যে সূচক সর্বনিম্ন অবস্থায়

২০২২ জুলাই ২৫ ০৩:৪৮:৩৫
একবছরের মধ্যে সূচক সর্বনিম্ন অবস্থায়

দ্য রিপোর্ট প্রতিবেদক : দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক একচেঞ্জে প্রথম কর্মদিবসে সূচক গত এক বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থায় নেমেছে। আজ রোববারও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসই ডিএসইএক্স ৭৪ পয়েন্ট এদিন সূচকটি অবস্থান করছে ৬০৫২ পয়েন্টে।

রোববার ডিএসইতে ৪৭০ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ২০৫ কোটি ৯৫ লাখ টাকা কম। বৃহস্পতিবার ডিএসইতে৬৭৬কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৭৪পয়েন্ট বা ১ শতাংশ কমে অবস্থান করছে ৬ হাজার৫২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩২৮পয়েন্টে। ডিএস৩০ সূচক ৩২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৬৮পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৮২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যেকমেছে ৩১৮টিরদর, বেড়েছে ৪২টির, এবং অপরিবর্তিত রয়েছে ২২টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ১৬০ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে ১৫ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর