thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

করোনায় ২৪ ঘন্টায় পাঁচজনের মৃত্যু

২০২২ জুলাই ২৭ ১৮:২৫:৫৮
করোনায় ২৪ ঘন্টায় পাঁচজনের মৃত্যু

দ্য রিপোর্ট প্রতিবেদক: করোনা সংক্রমণে ২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত) পাঁচজনের মৃত্যু হয়েছে । এ সময় করোনা শনাক্ত হয়েছে ৬২৬ জনের। আগের দিন করোনায় চারজনের মৃত্যু হয়েছিল। করোনা শনাক্ত হয়েছিল ৬২১ জনের।

আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ১৬২ জনের নমুনা পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার ৬ দশমিক ৮৩। আগের দিন এ হার ছিল ৬ দশমিক ১৪।

এখন পর্যন্ত দেশে ২০ লাখ ৩ হাজার ৫৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৩৯ হাজার ২১১ জন। এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২৯ হাজার ২৮০ জন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় যে পাঁচজন করোনায় মারা গেছেন, তাঁদের মধ্যে চারজন ঢাকা ও একজন ময়মনসিংহের।

বাংলাদেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর পর থেকে এখন পর্যন্ত দেশে করোনা সংক্রমণের চিত্রে কয়েক দফা ওঠানামা করতে দেখা গেছে। গত বছরের শেষ দিক থেকে গত ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত করোনার অমিক্রন ধরনের দাপট চলে। এরপর সংক্রমণ কমতে থাকে। গত মাসের মাঝামাঝিতে দেশে আবার করোনার সংক্রমণ বেড়েছে, বেড়েছে মৃত্যুও।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর