thereport24.com
ঢাকা, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০,  ২৭ জমাদিউল আউয়াল 1445

বাস–লেগুনা সংঘর্ষে কলেজছাত্র নিহত

২০২২ জুলাই ৩১ ১৭:৫০:২১
বাস–লেগুনা সংঘর্ষে কলেজছাত্র নিহত

দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকায় বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ছয়জন। তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের নাম–পরিচয় জানা যায়নি। আজ রোববার বেলা দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, দুর্ঘটনায় জুবায়ের নামে কমার্স কলেজের এক শিক্ষার্থী গুরুতর আহত হন। উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, দুর্ঘটনায় হতাহত ব্যক্তিরা সবাই লেগুনার যাত্রী বলে তাঁরা জানতে পেরেছেন। লেগুনাটি দিয়াবাড়ি থেকে মিরপুরের দিকে আসছিল। আর বাসটি মিরপুর থেকে উত্তরার দিকে যাচ্ছিল।

শাহ আলী থানা–পুলিশ সূত্র জানায়, দুর্ঘটনার পর বাসটি আটক করা হয়েছে। তবে বাসের চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন।

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর