thereport24.com
ঢাকা, শনিবার, ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১১ ফাল্গুন ১৪২৫,  ১৭ জমাদিউস সানি ১৪৪০

‘গানের সঙ্গে ভিডিও প্রয়োজন নেই’

২০১৪ মার্চ ২৯ ১৩:২৭:২১
‘গানের সঙ্গে ভিডিও প্রয়োজন নেই’

দ্য রিপোর্ট প্রতিবেদক : গানের সাথে ভিডিও’র কোনো প্রয়োজন নেই বলে মতামত দিয়েছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী তিমির নন্দী।

দ্য রিপোর্টের কার্যালয়ে শনিবার দুপুরে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিমির নন্দী বলেন, এখনকার অনেক গানে কথাও ভুল, সুরও ভুল। কথা ও সুর ভুল হলে আমরা গাইবো কেন? আগের যখন টেলিভিশন ছিল না তখনকার গান যদি আমাদের মনে এখনও বাজে, তাহলে ভিডিও তো প্রয়োজন নেই। হয়তো এখন গান মুখ্য না হয়ে, ভিডিওতে সামনে কে ঘুরছে সেটাই মুখ্য হয়ে গিয়েছে।

শাস্ত্রীয় সঙ্গীতের প্রতি গুরুত্বারোপ করে তিনি বলেন, সকল সঙ্গীত শিল্পীকে শাস্ত্রীয় সঙ্গীত শেখা খুবই প্রয়োজন। কারণ শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা থাকলে শিল্পী স্থায়ী হয়।

তিনি আরও বলেন, আগে গানের কথা ও সুরের সাথে মিল ছিল, সুন্দর ছিল। কারণ আগে যারা গান লিখতেন ও সুর করতেন তারা সকলে পড়াশোনা করা ছিলেন। এখন দেখা যায় মিউজিক আগে কিন্তু ভয়েস পরে দেওয়া হয়। দেখা যায় গানে গলা বসেনি, কিন্তু কোনো রকমে গেয়ে গেলাম।

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এ শিল্পী বলেন, আগে এক সপ্তাহ ধরে গানের রিহার্সাল করে তারপর ফাইনাল টেক নেওয়া হতো। আসলে মিউজিক ভিডিও একটি নির্দিষ্ট শ্রেণীর জন্য। সকল শ্রেণী মিউজিক ভিডিও দেখে না।

(দ্য রিপোর্ট/এসআর/জেএম/আরকে/মার্চ ২৯, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

মিউজিক ও মিউজিক ভিডিও এর সর্বশেষ খবর

মিউজিক ও মিউজিক ভিডিও - এর সব খবর