thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

‘সাধনা না করলে গান হয় না’

২০১৪ মার্চ ২৯ ১৩:২৯:৩৭
‘সাধনা না করলে গান হয় না’

দ্য রিপোর্ট প্রতিবেদক : সাধনা না করলে গান হয় না। আমরা যদি গানের সাধনা না করি তাহলে গান আমাদের ওপর রাগ করবে। দ্য রিপোর্ট কার্যালয়ে ‘প্রসঙ্গ : মিউজিক ও মিউজিক ভিডিও’ শীর্ষক মতবিনিময় সভায় লালনকন্যা মৌসুমি আক্তার সালমা এভাবেই তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

তিনি বলেন, আমরা যারা নতুন সঙ্গীতে আসছি তাদের আসলেই অনেক শিখে তারপর আসতে হবে। আর প্রতিদিন যদি আমরা সাধনা না করি তবে সঙ্গীত আমাদের ভুলে যাবে।

‘সঙ্গীতে মিউজিক ভিডিও দরকার নেই’ তিমির নন্দির এই কথার প্রেক্ষিতে তিনি বলেন, আমি এই কথার পক্ষে। আবার অনেকটাই বিপক্ষে।

মিউজিক ভিডিও দরকার কারণ, অনেক ক্ষেত্রেই মিউজিক ভিডিও গানকে আরও গ্রহণযোগ্য করে তোলে। কেননা যা আমরা মুখে বলছি তা যদি অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তোলা যায় তা অবশ্যই বেশি প্রভাব ফেলে।

(দ্য রিপোর্ট/এমএম/জেএম/আরকে/মার্চ ২৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর