thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২, ২১ আশ্বিন ১৪২৯,  ১০ রবিউল আউয়াল 1444

জিএম কাদেরের বক্তব্য অনিয়ন্ত্রিত- রওশন এরশাদ

২০২২ সেপ্টেম্বর ১৭ ২১:১৩:০৩
জিএম কাদেরের বক্তব্য অনিয়ন্ত্রিত- রওশন এরশাদ

দ্য রিপোর্ট প্রতিবেদক:দেশ ও গণতন্ত্রের স্বার্থে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে অনিয়ন্ত্রিত বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ।

শনিবার (১৭ সেপ্টেম্বর) গুলশানে সম্মেলন প্রস্তুতি কমিটির প্রথম সভায় সভাপতির বক্তব্যে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এ আহ্বান জানান।

রওশন বলেন, হিন্দু মহাজোটের একাংশের এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে জাপা চেয়ারম্যান অগণতান্ত্রিক ভাষায় পার্টির নেতাদেরকে ফায়ার করবেন, এমন হুমকি দেন। যা শিষ্টাচার বর্হিভূত। পার্টির চেয়ারম্যানের এধরনের বক্তব্য দেশজুড়ে লাখো লাখো এরশাদপ্রেমী নেতাকর্মীকে আহত করেছে।

সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্যদের উদ্দেশ্যে রওশন এরশাদ বলেন, আপনারা জনগণের স্বার্থ সংরক্ষণের ভ্যানগার্ড। আগামী দিনে আমাদের বিজয় নিশ্চিত। তাই কারো উস্কানিমূলক বক্তব্যে বিভ্রান্ত না হয়ে ঐক্যবদ্ধভাবে সম্মেলন সফল করতে কঠোর পরিশ্রম করতে হবে।

সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব গোলাম মসীহ্'র সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক অধ্যাপক দেলোয়ার হোসেন খান, এসএমএম আলম, এমএ গোফরান, জিয়াউল হক মৃধা প্রমুখ।

পাঠকের মতামত:

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর