thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

ব্লক মার্কেটে ৭৭ কোটি ৩০ লাখ টাকার লেনদেন

২০২২ সেপ্টেম্বর ১৯ ১৭:৪২:২৯
ব্লক মার্কেটে ৭৭ কোটি ৩০ লাখ টাকার লেনদেন

দ্য রিপোর্ট প্রতিবেদক:ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ব্লক মার্কেটে মোট ৪৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১ কোটি ৩৮ লাখ ৬১ হাজার ৭৩৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৭৭ কোটি ৩০ লাখ টাকা।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে বিডিকম অনলাইন লিমিটেডের। কোম্পানিটি ১১কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

ওরিয়ন ফার্মা লিমিটেড ১০ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

বাংলাদেশ শিপিং কর্পোরেশন ১০ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আনোয়ার গ্যালভানাইজিং, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিক, সি অ্যান্ড এ টেক্সটাইল, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ইস্টার্ন হাউজিং, ফাইন ফুডস, জেনেক্স ইনফোসিস, জিএসপি ফিন্যান্স, আইপিডিসি, কে অ্যান্ড কিউ, কেডিএস অ্যাক্সেসরিজ, কোহিনুর কেমিক্যাল, লাফার্জহোলসিম, লুবরেফ বিডি, ম্যাকসন্স স্পিনিং, মালেক স্পিনিং, মেট্রা স্পিনিং, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট, ন্যাশনাল ব্যাংক, ন্যাশনাল ইন্স্যুরেন্স, ন্যাশনাল ইন্স্যুরেন্স, ওরিয়ন ইনফিউশন, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, আরএকে সিরামিকস, আরডি ফুড, রেনউইক যজ্ঞেশ্বর, আরএসআরএম স্টিল, এস.আলম কোল্ড রোল্ড স্টিল, স্যালভো কেমিক্যাল, সী পার্ল বীচ, শেপার্ড ইন্ডাস্ট্রিজ, সোনালী আঁশ, সোনালী পেপার, সোনারগাঁও টেক্সটাইল, স্কয়ার টেক্সটাইল, সামিট পাওয়ার, ট্রাস্ট ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, ইউনিক হোটেল ও ইয়াকিন পলিমার লিমিটেড।

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর