thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২, ২১ আশ্বিন ১৪২৯,  ১০ রবিউল আউয়াল 1444

মিয়ানমারে  সেনাবাহিনীর  গুলিবর্ষণে ১১ শিশু নিহত

২০২২ সেপ্টেম্বর ২০ ১৬:৪৯:৫৬
মিয়ানমারে  সেনাবাহিনীর  গুলিবর্ষণে ১১ শিশু নিহত

দ্য রিপোর্ট প্রতিবেদক: মিয়ানমারের একটি স্কুলে সেনাবাহিনীর হেলিকপ্টার থেকে গুলিবর্ষণে ১১ শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন ৩ শিক্ষকসহ ১৭ জন। শুক্রবার সাগাইং অঞ্চলের লেত ইয়ে্ত কোন গ্রামে হতাহতের এই ঘটনা ঘটে।

সোমবার স্থানীয় সংবাদমাধ্যম ইরাবতী নিউজ পোর্টাল এ তথ্য জানিয়েছে।

ওপর থেকে গুলিবর্ষণে ঘটনাস্থলেই নিহত হয় চার শিক্ষার্থী এবং আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার পর আরও দুই জনের মৃত্যু হয়।

মিয়ানমার সেনাবাহিনী জানিয়েছে, ওই স্কুলে সন্ত্রাসীরা আশ্রয় নিয়েছে এই তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। গ্রামটিকে ‘সন্ত্রাসীরা’ তাদের অস্ত্র পরিবহনের রুট হিসেবে ব্যবহার করে বলেও দাবি করে তারা। এসময় ওই স্কুল ও গ্রামের বিভিন্ন বাড়ি থেকে ১৬টি হাতে বানানো বোমা উদ্ধার করা হয়েছে বলেও দাবি করেছে সেনা বাহিনী।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর