thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

বাংলাদেশ কম্বোডিয়া মুক্ত বাণিজ্যে সম্মত

২০২২ সেপ্টেম্বর ২৩ ১৬:২২:৫২
বাংলাদেশ কম্বোডিয়া মুক্ত বাণিজ্যে সম্মত

দ্য রিপোর্ট প্রতিবেদক:বাংলাদেশ ও কম্বোডিয়া বাণিজ্য সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারণে সম্মত হয়েছে। ফলে দেশ দুটি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষর করবে বলে আশা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনের মধ্যে দ্বিপাক্ষিক এই বৈঠক হয়। বৈঠকে তারা বাণিজ্য সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের লক্ষে সম্মত হয়েছেন বলে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন সাংবাদিকদের জানিয়েছেন।

মোমেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কম্বোডিয়ার সঙ্গে এফটিএ এর জন্য আগ্রহ প্রকাশ করেছেন এবং কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন এই প্রস্তাবে সম্মত হয়েছেন।

বাংলাদেশ ও কম্বোডিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বৈঠকে এই বিষয়েও আলোচনা হয়।

কম্বোডিয়ার প্রধানমন্ত্রী তার দেশ থেকে বাংলাদেশে চাল রপ্তানির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। বাংলাদেশকে কম্বোডিয়ায় কৃষি ও ভৌত অবকাঠামো উন্নয়নে বিনিয়োগেরও আমন্ত্রণ জানান তিনি।

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে হুন সেন আশ্বস্ত করেন যে, আসিয়ানের চেয়ারম্যান হিসেবে রোহিঙ্গা সমস্যা সমাধানে কম্বোডিয়া সব রকমের প্রচেষ্টা অব্যাহত রাখবে।

এছাড়া প্রধানমন্ত্রী আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মহাপরিচালক আন্তোনিও ভিতোরিনোর সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করেছেন।

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর