thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২, ২২ অগ্রহায়ণ ১৪২৯,  ১২ জমাদিউল আউয়াল 1444

২ কোম্পানি পেলো স্টক ব্রোকার ও ডিলার লাইসেন্স

২০২২ সেপ্টেম্বর ২৯ ০২:৫২:৫২
২ কোম্পানি পেলো স্টক ব্রোকার ও ডিলার লাইসেন্স

দ্য রিপোর্ট প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য দুই ট্রেকহোল্ডার স্টক ব্রোকার এবং স্টক ডিলার রেজিস্ট্রেশন সনদ পেয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠান দুইটি হলো : উইংসফিন লিমিটেড এবং তাকাফুল ইসলামী সিকিউরিটিজ লিমিটেড।

জানা গেছে, উইংসফিন লিমিটেডকে স্টক ব্রোকার ও স্টক ডিলার রেজিষ্ট্রেশন সনদ প্রদান করা হয়েছে। গত ২২ মার্চ প্রতিষ্ঠানটিকে এই দুই সনদ প্রদান করা হয়েছে। প্রতিষ্ঠানটির স্টক ব্রোকার রেজিস্ট্রেশন সনদ নম্বর হচ্ছে : ৩.১/ডিএসই-২৯৯/২০২২/৬০৯ এবং স্টক ডিলার রেজিস্ট্রেশন সনদ নম্বর হচ্ছে : ৩.১/ডিএসই-২৯৯/২০২২/৬১০।

এদিকে তাকাফুল ইসলামী সিকিউরিটিজের স্টক ব্রোকার রেজিষ্ট্রেশন সনদ নম্বর হচ্ছে : ৩.১/ডিএসই-২৭০/২০২২/৬২৭ এবং স্টক ডিলার রেজিস্ট্রেশন সনদ নম্বর হচ্ছে : ৩.১/ডিএসই-২৭০/২০২২/৬২৮। প্রতিষ্ঠানটিকে গত ১৬ জুন এই দুই সনদ প্রদান করা হয়েছে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর