thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

৫ দিনের ছুটির কবলে প্রশাসন

২০২২ অক্টোবর ০২ ২৩:১১:৫৭
৫ দিনের ছুটির কবলে প্রশাসন

দ্য রিপোর্ট প্রতিবেদক: দুর্গাপূজার একদিনের ছুটি, ঈদে মিলাদুন্নবীর একদিনের ছুটি ও সাপ্তাহিক দুদিন ছুটি মিলিয়ে আবারও টানা ৫ দিনের ছুটির কবলে পড়ছে সরকারি প্রশাসন। এর মধ্যখানে বৃহস্পতিবার ৬ অক্টোবর একদিনের ছুটি ম্যানেজ করা গেলে বুধবার ৪ অক্টোবর থেকে পরের সপ্তাহের রবিবার ৯ অক্টোবর পর্যন্ত টানা ৫ দিনের ছুটি ভোগ করতে পারবেন সরকারি কর্মকর্তা- কর্মচারীরা। কারণ, সরকারি ক্যালেন্ডার অনুযায়ী, এই ৫ দিনের মধ্যে বৃহস্পতিবার ৬ অক্টোবর একদিনই অফিস খোলা রয়েছে।

জানা গেছে, চলতি বছরের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী বুধবার ৫ অক্টোবর দুর্গাপূজার জন্য সাধারণ ছুটি। পরের দিন বৃহস্পতিবার ৬ অক্টোবর অফিস খোলা। এরপর শুক্রবার ৭ অক্টোবর এবং শনিবার ৮ অক্টোবর দুদিন সাপ্তাহিক ছুটি। এরপরের দিন রবিবার ৯ অক্টোবর ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি ছুটি। সোমবার ১০ অক্টোবর থেকে যথারীতি সরকারি বেসরকারি অফিস আদালত স্বাভাবিক নিয়মে চলবে। দ্য রিপোর্ট/ টিআইএম/

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর