thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল 24, ১০ বৈশাখ ১৪৩১,  ১৪ শাওয়াল 1445

নাভানা ফার্মার আইপিওর শেয়ার বরাদ্দ

২০২২ অক্টোবর ০৩ ১৩:৪২:৫৮
নাভানা ফার্মার আইপিওর শেয়ার বরাদ্দ

দ্য রিপোর্ট প্রতিবেদক:স্টক এক্সচেঞ্জ ইলেক্ট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেম (ইএসএস) এর মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে প্রো-রাটার ভিত্তিতে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি নাভানা ফার্মাসিউটিক্যালসের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) শেয়ার বরাদ্দ দেওয়া হয়েছে।

রোববার (২ অক্টোবর) ডিএসই টাওয়ারে (নিকুঞ্জ-২) অবস্থিত লিষ্টিং হলরুমে শেয়ার বরাদ্দ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এম সাইফুর রহমান মজুমদার, সিএফও এ জি এম সাত্বিক আহমেদ শাহ, সিআরও (ইনচার্জ) বজলুর রহমান, নাভানা ফার্মাসিউটিক্যালসের সিএফও আবু হুরাইরা, কোম্পানি সচিব জয়নুল আবেদীনসহ উভয় প্রতিষ্ঠানের ঊধ্বতন কর্মকর্তারা।

পরবর্তীতে ডিএসই’র লিস্টিং ডিপার্টমেন্টের হেড মো. রবিউল ইসলাম এবং এমআইএস ও ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের হেড মো. আবদুল কাদের খন্দকার প্রো-রাটার ভিত্তিতে বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ করেন।

কোম্পানির বিনিয়োগকারীদের জন্য প্রতিটি শেয়ারের বিপরীতে মোট ৬.১৬ গুণ বেশি আবেদন জমা পড়ে। প্রতি ১০ হাজার টাকার আবেদনের বিপরীতে নিবাসী বাংলাদেশি বিনিয়োগকারীরা ৪৫টি শেয়ার এবং অনিবাসী বাংলাদেশি বিনিয়োগকারীরা ১৮৮টি শেয়ার বরাদ্দ পেয়েছেন।

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর