thereport24.com
ঢাকা, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০,  ২৬ জমাদিউল আউয়াল 1445

২৩ বছর বয়সেই ১০০০ কোটি আয়ের মাইলফলক এমবাপের

২০২২ অক্টোবর ০৮ ১৪:৫৮:৪১
২৩ বছর বয়সেই ১০০০ কোটি আয়ের মাইলফলক এমবাপের

দ্য রিপোর্ট ডেস্ক :মাত্র২৩ বছর বয়সেই ১০০০ কোটি টাকা আয়ের মাইলফলকছুঁয়েছেন ফরাসি তারকাকিলিয়ান এমবাপে। চলতি বছর এমবাপের আয়টা দাঁড়াবে ১৩২৪ কোটি টাকা, যা মেসি-রোনালদোদের চেয়ে অনেকবেশি। ফোর্বস ম্যাগাজিনের এক প্রতিবেদনে এ তথ্যউঠে এসেছে।ফোর্বস জানাচ্ছে, যেখানে রোনালদো-মেসিদের এই সংখ্যক অর্থ আয় করতে অপেক্ষা করতে হয়েছিল ৩০ বছর পর্যন্ত।

ম্যাগাজিনটি বলছে, গেল মৌসুমের পুরোটাজুড়ে কিলিয়ান এমবাপের পিএসজি ছাড়ার গুঞ্জন ছিল বেশ। তবে মে মাসে সে গুঞ্জন থামিয়ে পিএসজির সঙ্গে ৩ বছরের জন্য চুক্তি নবায়ন করেন এমবাপে। তার ফলেই এই মৌসুম থেকে তার পকেটে ঢুকবে বিশাল অঙ্কের টাকা।

ফোর্বসের দাবি, এই চুক্তির পর এমবাপের বার্ষিক আয়টা ১৩২৪ কোটি টাকায় গিয়ে ঠেকেছে, যার ১১৩৯ কোটি টাকা আসবে তার বেতন থেকে। আয়ের বাকি অংশটা আসবে নাইকি, ডিওর, হাবলট ও ওকলের মতো প্রতিষ্ঠানের দূতিয়ালি থেকে।

মেসি-রোনালদোর সঙ্গে অবশ্য এমবাপের ব্যবধানটা খুব বেশি নয়। ৩৫ বছর বয়সী মেসি বছরে আয় করেন ১২৪২ কোটি টাকা। আর ৩৭ বছর বয়সী রোনালদো প্রতি বছর আয় করেন ১০৪৩ কোটি টাকা।

আর এ

পাঠকের মতামত:

SMS Alert

ফুটবল এর সর্বশেষ খবর

ফুটবল - এর সব খবর