thereport24.com
ঢাকা, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১২ আশ্বিন ১৪৩০,  ১২ রবিউল আউয়াল 1445

সিলেটে নেতা–কর্মীদের পথে পথে পুলিশ বাধা দিচ্ছে- বিএনপি

২০২২ নভেম্বর ১৯ ০০:০২:৪৮
সিলেটে নেতা–কর্মীদের পথে পথে পুলিশ বাধা দিচ্ছে- বিএনপি

দ্য রিপোর্ট প্রতিবেদক: সিলেটে বিভাগীয় গণসমাবেশে আসা বিএনপির নেতা–কর্মী ও সমর্থকদের পথে পথে পুলিশ বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির নেতারা। তবে পুলিশের দাবি, শহরে ঢুকতে কাউকে বাধা দেওয়া হচ্ছে না।

সিলেট-ঢাকা মহাসড়ক, সিলেট-সুনামগঞ্জ সড়ক, সিলেট-তামাবিল আঞ্চলিক মহাসড়ক, সিলেট-গোলাপগঞ্জ সড়ক, সিলেট-ঢাকা সড়ক, সিলেট-কোম্পানীগঞ্জ আঞ্চলিক মহাসড়ক দিয়ে সিলেট শহরে ঢুকতে হয়।

সমাবেশে যোগ দিতে সিলেটে আসা বিএনপির একাধিক নেতা-কর্মী বলেন, এ ছয় সড়কের বিভিন্ন স্থানে পুলিশ তল্লাশিচৌকি বসিয়েছে। এসব সড়কে চলাচলকারী সিলেটমুখী ব্যক্তিদের পুলিশ উল্টো পথে ফিরিয়ে দিচ্ছে।

এক দিন আগে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সিলেটের গণসমাবেশস্থলে বিএনপি নেতা-কর্মীরা
গণসমাবেশের এক দিন আগেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। শুক্রবার দুপুরে নগরের চৌহাট্টা এলাকায়
সুনামগঞ্জ থেকে সিলেটে আসা আমির উদ্দিন (৫৪) নামের এক বিএনপির কর্মী বলেন, সুনামগঞ্জে আজ শুক্রবার থেকে দুই দিনের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। ফলে বাস চলাচল বন্ধ রয়েছে। এ অবস্থায় সিএনজিচালিত অটোরিকশায় করে সিলেটে রওনা দিয়েছিলেন। তবে পথে পুলিশ অটোরিকশা থামিয়ে দেয়। এরপর ছয়বার যানবাহন বদলে সিলেটে এসেছেন। এভাবে দেড় ঘণ্টার পথ আসতে লেগেছে সাড়ে চার ঘণ্টা।

বিএনপির নেতা–কর্মীদের অভিযোগের বিষয়ে কথা বলতে সিলেট রেঞ্জের পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মফিজ উদ্দিন আহম্মেদ এবং সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনকে একাধিকবার কল করা হলেও তাঁরা ধরেননি।

তবে সিলেটের পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ বলেন, পুলিশ যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও নাশকতা এড়াতে তল্লাশিচৌকি বসিয়েছে। তবে কাউকে সিলেট শহরে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে না। সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।

পাঠকের মতামত:

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর