thereport24.com
ঢাকা, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ২৬ অগ্রহায়ণ ১৪৩০,  ২৭ জমাদিউল আউয়াল 1445

আগামীকাল যশোর যাবেন প্রধানমন্ত্রী,বিপুল জনসমাগমের প্রস্তুতি

২০২২ নভেম্বর ২৩ ১০:৫১:৪৫
আগামীকাল যশোর যাবেন প্রধানমন্ত্রী,বিপুল জনসমাগমের প্রস্তুতি

দ্য রিপোর্ট প্রতিবেদক:জনসভায় অংশ নিতে আগামীকাল বৃহস্পতিবার (২৪ নভেম্বর) যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর সফর ঘিরে প্রস্তুতি চলছে পুরোদমে। নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসব আমেজ। জনসভাকে জনসমুদ্র পরিণত করতে চায় জেলা আওয়ামী লীগ।

জনসভাকে কেন্দ্রে করে শহর ছেয়ে গেছে ব্যানার-পোস্টার আর ফেস্টুনে। মোড়ে মোড়ে চলছে প্রচার-প্রচারণা।

প্রধানমন্ত্রী শামস-উল হুদা স্টেডিয়ামে ভাষণ দেবেন। তাঁর সফর ঘিরে প্রস্তুতিতে ঘাটতি রাখছেন না নেতাকর্মীরা। তারা বলছেন, উন্নয়ন অগ্রযাত্রার ধারাবাহিকতায়, তাদের প্রত্যাশার পালে লাগবে প্রাপ্তির হাওয়া। নেতাদের অনেকে যশোরকে সিটি করপোরেশন করার দাবি তুলে ধরেন।

যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম মিলন জানান, জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে চায় জেলা আওয়ামী লীগ। তিনি জানান যশোরে বিএনপির বিশৃঙ্খলার জবাব দেওয়া হবে।

যশোর জেলা আওয়ামী লীগের নেতারা জানান, জনসভায় ৫ থেকে ১০ লাখ মানুষের উপস্থিতি ঘটানোর টার্গেট রয়েছে। জনসভায় যশোরের আটটি উপজেলাসহ খুলনা বিভাগের ১০ জেলা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নেবেন।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর