thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১ জুলাই 25, ১৭ আষাঢ় ১৪৩২,  ৫ মহররম 1447

রসিক নির্বাচনে ১০ মেয়র প্রার্থীরই মনোনয়নপত্র বৈধ

২০২২ ডিসেম্বর ০১ ১৩:১২:৩৪
রসিক নির্বাচনে ১০ মেয়র প্রার্থীরই মনোনয়নপত্র বৈধ

দ্য রিপোর্ট প্রতিবেদক:রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে ১০ মেয়র প্রার্থীরই মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে যাচাই-বাছাই শেষে সব মেয়র প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন। এর আগে গত ২৯ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত ১০ জন মেয়র প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

বৈধ মেয়র প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান পিয়াল, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) শফিয়ার রহমান, জাকের পার্টির খোরশেদ আলম খোকন, খেলাফত মজলিশের তৌহিদুর রহমান মণ্ডল রাজু, বাংলাদেশ কংগ্রেস পার্টির আবু রায়হান, স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসান বনি, লতিফুর রহমান মিলন ও আতাউর জামান বাবু।

উল্লেখ্য, ঘোষিত তফসিল অনুযায়ী রংপুর সিটি করপোরেশন নির্বাচন আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আগামী ৮ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। তবে ৯ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর