thereport24.com
ঢাকা, সোমবার, ৩০ জানুয়ারি ২০২৩, ১৭ মাঘ ১৪২৯,  ৮ রজব ১৪৪৪

বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

২০২২ ডিসেম্বর ০৪ ০১:৪৯:৩৯
বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

দ্য রিপোর্ট প্রতিবেদক:বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ৫ নেতা-কর্মীকে আটক করেছে পল্টন থানা পুলিশ।

শনিবার (৩ ডিসেম্বর) শনিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে কার্যালয়ের সামনের সড়কে রোড ডিভাইডারের পাশে এই বিস্ফোরণ ঘটে। তবে, এতে কেউ হতাহত হয়নি। এদিন সন্ধ্যায় তাদের আটক করা হয়।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পুলিশ জানায়, ককটেলটি চলন্ত কোনো যানবাহন থেকে নিক্ষেপ করা হতে পারে। ধারণা করা হচ্ছে, বিএনপির নেতাকর্মীরাই ককটেলটি বিস্ফোরণ ঘটিয়েছে।

বিকেলে নয়াপল্টনে সমাবেশের সমর্থনে বিকেল ৪টার দিকে দলীয় কার্যালয়ের সামনের সড়কে বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মিছিলে নেতৃত্ব দেন।

পাঠকের মতামত:

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর