thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল 24, ৫ বৈশাখ ১৪৩১,  ৯ শাওয়াল 1445

বঙ্গবন্ধুর ডাকে   মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন   শেখ মনি - তাপস

২০২২ ডিসেম্বর ০৪ ১৫:২৯:২৬
বঙ্গবন্ধুর ডাকে   মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন   শেখ মনি - তাপস

দ্য রিপোর্ট প্রতিবেদক:ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে শেখ ফজলুল হক মনি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন

রোববার (৪ ডিসেম্বর) বনানী কবরস্থানে ৮৪তম জন্মদিন উপলক্ষে শহীদ শেখ ফজলুল হক মনির কবরে শ্রদ্ধার্ঘ্য অর্পণ শেষে তিনি এ কথা বলেন।

ফজলে নূর তাপস বলেন, শেখ মনি মুক্তিযুদ্ধকালীন মুজিব বাহিনী গঠন করে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে রণাঙ্গনে নিজেই ঝাঁপিয়ে পড়েন এবং নেতৃত্ব দেন। পরে বঙ্গবন্ধুর নির্দেশে জাতি গঠনে তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগ গঠন করেন।

ব্যারিস্টার তাপস বলেন, শেখ ফজলুল হক মনি স্কুল জীবন থেকেই বঙ্গবন্ধুর সান্নিধ্য পেয়েছেন। বঙ্গবন্ধুর ডাকেই রাজনৈতিক অঙ্গনে পদার্পণ করেন। দীর্ঘজীবন তিনি কারাদণ্ড ভোগ করেছেন। তারপরও বঙ্গবন্ধুর নির্দেশে তিনি ছাত্রলীগকে সুসংগঠিত করেছেন। তিনি মেধাবী ছাত্রদের রাজনীতিতে নিয়ে এসেছেন এবং স্বাধীনতার সংগ্রামে তাদের সম্পৃক্ত করেছেন।

মেয়র তাপস বলেন, তিনি তিনটি পত্রিকা চালু করেছিলেন। দৈনিক বাংলার বাণী, দ্য ডেইলি বাংলাদেশ টাইমস এবং বিনোদনমূলক সাপ্তাহিক সিনেমা। এর মাধ্যমে তিনি জাতি গঠনে অনবদ্য অবদান রেখেছিলেন। অনবদ্য ত্যাগ এবং তিতিক্ষার মাধ্যমে জাতির জন্য তিনি নিবেদিতভাবে কাজ করেছেন।

তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার সবার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও তাদের আত্মার মাগফেরাত কামনা করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব আকরামুজ্জামান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর সিতওয়াত নাঈম, প্রধান প্রকৌশলী সালেহ আহমেদ, পরিবহন মহাব্যবস্থাপক মো. হায়দর আলী, ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির প্রমুখ।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর