thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৫ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

দুই মাসে ঠান্ডাজনিত রোগে ৮৮ জনের মৃত্যু

২০২৩ জানুয়ারি ১৯ ০২:২৯:৪০
দুই মাসে ঠান্ডাজনিত রোগে ৮৮ জনের মৃত্যু

দ্য রিপোর্ট প্রতিবেদক:সারাদেশে গত দুই মাসে ঠান্ডাজনিত রোগে ৮৮ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (১৮ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, গত বছরের ১৪ নভেম্বর থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সারাদেশে শ্বাসতন্ত্রের সংক্রমণজনিত রোগে ৫৮ হাজার ৪৭৮ জন আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ৮৫ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া একইসময়ে ৩ লাখ ৪৭ হাজার ১৯০ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে তিনজনের মৃত্যু হয়েছে।

মৃতদের মধ্যে সর্বোচ্চ ৫৯ জন চট্টগ্রাম বিভাগে। এ ছাড়া ময়মনসিংহে ২৫ জন, খুলনায় এবং বরিশালে দুইজন করে মৃত্যু হয়েছে।

চিকিৎসকরা বলছেন, দেরিতে হাসপাতালে যাওয়ার কারণে শীতকালীন রোগের তীব্রতা বাড়ছে ও মৃত্যু হচ্ছে।

পাঠকের মতামত:

SMS Alert

স্বাস্থ্য এর সর্বশেষ খবর

স্বাস্থ্য - এর সব খবর