thereport24.com
ঢাকা, রবিবার, ২৯ জানুয়ারি ২০২৩, ১৬ মাঘ ১৪২৯,  ৭ রজব ১৪৪৪

জীবনযাত্রার ব্যয় বেড়েছে  ১১ শতাংশের বেশি

২০২৩ জানুয়ারি ২১ ১৮:৩২:৩১
জীবনযাত্রার ব্যয় বেড়েছে  ১১ শতাংশের বেশি

দ্য রিপোর্ট প্রতিবেদক:জীবনযাত্রার ব্যয় কয়েক গুণ বেড়ে যাওয়ায় সংকটে আছে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ। ২০২২ সালে জীবনযাত্রার ব্যয় ১১ দশমিক শূন্য আট শতাংশ বেড়েছে। এছাড়া মূল্যস্ফীতির চাপ গ্রামের তুলনায় শহরে বেশি ছিল বলে জানিয়েছে কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।

শনিবার এক অনলাইন আলোচনার মাধ্যমে ২০২২ সালে ঢাকা মেগাসিটিতে মূল্যস্ফীতির চাপ নামক প্রতিবেদনে এসব তথ্য জানায় ক্যাব।

ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠনটির এর আগের বছরের ২০২১ হিসাব অনুযায়ী জীবনযাত্রার ব্যয় বেড়েছিল ৬.৯২ শতাংশ। এ হিসাবে ২০২১ সালের তুলনায় ২০২২ সালে জীবনযাত্রার ব্যয় বাড়ার হার ৩.১৬ শতাংশ।

ক্যাবের প্রতিবেদনে বলা হয়, বিবিএসের তথ্য অনুযায়ী ২০১১ সালের পর গত বছরে সাধারণ মূল্যস্ফীতি রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। শহর ও গ্রামীণ উভয় ক্ষেত্রেই মূল্যস্ফীতি বেড়েছে, যা বাংলাদেশের লাখ লাখ নিম্ন ও মধ্যম আয়ের পরিবারের দুর্দশা বাড়িয়েছে।

ক্যাবের প্রতিবেদন অনুযায়ী, ২০২০ সালে জীবনযাত্রার ব্যয় বেড়েছে ৬.৮৮ শতাংশ, ২০১৯ সালে এই হার ছিল যথাক্রমে ৬.৫০ শতাংশ। এ ছাড়া ২০১৮ সালে জীবনযাত্রার ব্যয় ও মূল্যবৃদ্ধির পরিমাণ ছিল যথাক্রমে ৬ শতাংশ।

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর