thereport24.com
ঢাকা, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১,  ১২ রবিউল আউয়াল 1446

সড়ক দুর্ঘটনায় সর্বোচ্চ সাজার সুপারিশ করা হবে- স্বরাষ্ট্রমন্ত্রী

২০২৩ জানুয়ারি ২৮ ২১:৩৮:২১
সড়ক দুর্ঘটনায় সর্বোচ্চ সাজার সুপারিশ করা হবে- স্বরাষ্ট্রমন্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক:স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সড়ক দুর্ঘটনায় সর্বোচ্চ সাজার সুপারিশ নিয়ে সংশোধিত আইন শিগগিরই সংসদে উত্থাপিত হবে। সেখানে পার্কিংসহ বিভিন্ন অপরাধে জরিমানার পরিমাণ অত্যধিক বলে যে অভিযোগ আছে তা আবারও আলোচনা করা হবে।

শনিবার দুপুরে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত দুই দিনব্যাপী পোল্ট্রি প্রফেশনাল বাংলাদেশ (পিপিবি) আয়োজিত প্রথম বাংলাদেশ পোল্ট্রি কনভেনশন-২০২৩ এর প্রথম দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এসময় সেখানে তার বক্তব্যে বলেছেন, ‘যত বারই ভারত সফর করি, সেখানকার সরকার বলে তোমাদের গরু দেবো না। তখন বলি, আপনারা গরু দেওয়া বন্ধ করে দিলেই বরং আমরা কৃতজ্ঞ থাকবো। আমরা গবাদিপশুতে প্রায় স্বনির্ভরশীল। আপনারা বন্ধ করলেই পুরোপুরি হয়ে যাবো। কেবল পোল্ট্রি শিল্পে নয়, আমরা গবাদিপশুতেও এগিয়ে আছি।’

ট্রাক-কাভার্ডভ্যান ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বাংলাদেশে একটা শিল্পবিপ্লব ঘটে গেছে। আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে আধুনিক ট্রাক ও উন্নত মানের যন্ত্রাংশ ব্যবহার করতে হবে। ভবিষ্যতে বাংলাদেশে পণ্য পরিবহনের চাপ আরও বাড়বে। ২০০৮ সালে বাংলাদেশকে বদলে দেয়ার অঙ্গীকার করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকে বাংলাদেশ কিন্তু ঠিকই বদলে গেছে।

তিনি বলেন, আওয়ামী লীগ ‘ক্যান্টনমেন্টের নলের’ ওপর বিশ্বাস করে না। জনগণ যাকে ক্ষমতায় রাখবে তারাই থাকবে।

এ সময় সড়কে চাঁদাবাজি নিয়েও জড়িতদের সতর্ক করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সড়কে কোনো চাঁদাবাজি হবে না, কমিশন নেয়া যাবে না। সংগঠনের নামে চাঁদা তুলতে চাইলে ট্রাক প্রতি কত টাকা এবং কোথা থেকে তোলা হবে তা আগেই পুলিশকে জানাতে হবে। এর বাইরে কোথাও যদি কেউ চাঁদাবাজি করে, তার বিরুদ্ধে হাইওয়ে পুলিশ ব্যবস্থা নেবে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর