thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১১ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষে জেনেক্স

২০২৩ জানুয়ারি ২৮ ২২:০০:৩৯
সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষে জেনেক্স

দ্য রিপোর্ট প্রতিবেদক:দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২২ থেকে ২৬ জানুয়ারি)লেনদেনের শীর্ষে উঠে এসেছে জেনেক্স ইনফোসিস লিমিটেড।

ডিএসইর সাপ্তাহিক পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ১৬ লাখ ৩৫ হাজার ৩৪৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২২০ কোটি ২০ লাখ ৯১ হাজার টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৯৯ লাখ ২৯ হাজার ৪৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১২৯ কোটি ৬৬ লাখ ৬০ হাজার টাকা।

তৃতীয় স্থানে থাকা আমরা নেটওয়ার্কের ১ কোটি ৮৬ লাখ ৮ হাজার ৪৭৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১১৮ কোটি ২৯ লাখ ১৮ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বসুন্ধরা পেপারের ১১৩ কোটি ১৬ লাখ ১৪ হাজার টাকা, সী-পার্ল হোটেলের ৯৩ কোটি ১১ লাখ ৩৭ হাজার টাকার, ইস্টার্ন হাউজিংয়ের ৮৯ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টাকার, মেঘনা লাইফ ইন্সুরেন্সের ৮৭ কোটি ৫১ লাখ ৩৭ হাজার টাকা, জেমিনি সি ফুডের ৭৬ কোটি ৭৪ লাখ ৯৩ হাজার টাকা, ইউনিক হোটেলের ৭৩ কোটি ৯০ লাখ ৩৯ হাজার টাকা এবং ওরিয়ন ফার্মাসিউটিক্যালসের ৬৭ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর