thereport24.com
ঢাকা, শনিবার, ২২ জুন ২০২৪, ৮ আষাঢ় ১৪৩১,  ১৫ জিলহজ ১৪৪৫

মহানগর উত্তর বিএনপির পদযাত্রা বিকেলে

২০২৩ জানুয়ারি ৩১ ১২:০২:১৯
মহানগর উত্তর বিএনপির পদযাত্রা বিকেলে

দ্য রিপোর্ট প্রতিবেদক:সরকারের পতদ্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি ঘোষিত চার দিনের পদযাত্রা কর্মসূচির তৃতীয় দিন মঙ্গলবার (৩১ জানুয়ারি)।

আজকের পদযাত্রা ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে গাবতলী বাসস্ট্যান্ড থেকে দুপুর ২টায় শুরু হয়ে মিরপুর ১০ নম্বর গোলচত্বর পর্যন্ত গিয়ে শেষ হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, চার দিনের ঘোষিত পদযাত্রা কর্মসূচির তৃতীয় দিনের উদ্বোধন করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সভাপতিত্ব করবেন মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান। সঞ্চালনা করবেন সদস্য সচিব আমিনুল হক।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর