thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল 24, ১০ বৈশাখ ১৪৩১,  ১৪ শাওয়াল 1445

বেসরকারিভাবে  হজে যেতে লাগবে ৬ লাখ ৭২ হাজার টাকা

২০২৩ ফেব্রুয়ারি ০২ ১৯:৫২:৪৭
বেসরকারিভাবে  হজে যেতে লাগবে ৬ লাখ ৭২ হাজার টাকা

দ্য রিপোর্ট প্রতিবেদক:বেসরকারি ব্যবস্থাপনায় এবার হজে যেতে গুনতে হবে জনপ্রতি কমপক্ষে ৬ লাখ ৭২ হাজার টাকা। বৃহস্পতিবার রজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছে হজ্জ এজেন্সিজ এসোসিয়েশন অব বাংলাদেশ হাব।

হাব জানায়, তাদের এবারের খরচ সরকারি ব্যবস্থাপনার প্যাকেজের চেয়ে ১১ হাজার টাকা কম। বিমান ভাড়া বৃদ্ধি এবং সৌদি রিয়ালের মূল্য বৃদ্ধির কারণে এবার হজের খরচ গত বছরের তুলানয় দেড় লাখ টাকা বেশি বলেও জানিয়েছে হাব।

হাব সভাপতি বলেন, প্যাকেজ ঘোষণার পর সৌদি সরকার কর্তৃক অতিরিক্ত কোন ফি আরোপ করা হলে তা প্যাকেজ মূল্য হিসেবে গণ্য হবে এবং তা হজযাত্রীকে পরিশোধ করতে হবে।

তিনি আরও বলেন, ঘোষিত প্যাকেজে হজযাত্রীদের পবিত্র হারাম শরীফের সীমানার সর্বোচ্চ ১৫০০ মিটার দূরত্বে আবাসনের ব্যবস্থা করা হবে।

দেশ থেকে এ বছর ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যাবেন। যার মধ্যে ১ লাখ ১২ হাজার ১৯২ জনই যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়।

আগামী ৬ ফেব্রুয়ারি থেকে বেসরকারি হজযাত্রীদের নিবন্ধন শুরু হবে।

পাঠকের মতামত:

SMS Alert

ধর্ম এর সর্বশেষ খবর

ধর্ম - এর সব খবর