thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ৭ চৈত্র ১৪২৯,  ২৮ শাবান ১৪৪৪

১০ বিভাগে বিএনপির সভা আজ

২০২৩ ফেব্রুয়ারি ০৪ ১১:৩৯:৪৩
১০ বিভাগে বিএনপির সভা আজ

দ্য রিপোর্ট প্রতিবেদক:যুগপৎ কর্মসূচির অংশ হিসেবে ১০ দফা দাবি আদায়ে ঢাকাসহ ১০ বিভাগীয় শহরে আজ সমাবেশ করবে বিএনপি ও সমমনা দলগুলো। সব বিভাগীয় সমাবেশ শুরু হবে দুপুর দুইটায়।

দুপুর দুইটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হবে ঢাকা বিভাগীয় সমাবেশ। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজকের সমাবেশ থেকে জনসম্পৃক্ত ইস্যুতে নতুন কর্মসূচি ঘোষণা দেওয়া হতে পারে বলে জানা গেছে।

এছাড়া ময়মনসিংহ, বরিশালসহ বিভিন্ন বিভাগীয় শহরে আওয়ামী লীগ সন্ত্রাস, নৈরাজ্য ও জঙ্গিবাদবিরোধী শান্তি সমাবেশ করবে বলে জানা গেছে।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ব্যানারে শনিবার বিকেল ৩টায় কামরাঙ্গীরচর ৩১ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতাল মাঠে হবে শান্তি সমাবেশ। এতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত থাকবেন। দলের অন্যতম সহযোগী সংগঠন যুবলীগের ঢাকা মহানগর উত্তর শাখা সকাল সাড়ে ১০টায় পৃথক শান্তি সমাবেশ করবে।

পাঠকের মতামত:

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর