thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ৭ চৈত্র ১৪২৯,  ২৮ শাবান ১৪৪৪

পাকিস্তানের বিপক্ষে ৬ উইকেটের পরাজয় বাংলাদেশের

২০২৩ ফেব্রুয়ারি ০৭ ০৩:২১:২৮
পাকিস্তানের বিপক্ষে ৬ উইকেটের পরাজয় বাংলাদেশের

দ্য রিপোর্ট ডেস্ক:বাংলাদেশের মেয়েরা টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল লড়াইয়ে নামার আগে প্রস্তুতি ম্যাচেই ধাক্কা খেয়েছেন। ৬ উইকেটের বড় ব্যবধানে টাইগ্রেসরা হেরেছেন পাকিস্তানের কাছে।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেটে মাত্র ১০০ রানে থামে বাংলাদেশের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান (৪১ বলে) আসে শামীমা সুলতানার ব্যাট থেকে।

এছাড়া ওপেনার শুভানা মোস্তারি ২১ বলে ১৮, অধিনায়ক নিগার সুলতানা ১৮ বলে সংগ্রহ করেন ১৫ রান। বাকিদের ব্যাটিং ব্যর্থতায় বড় হয়নি স্কোর। ১৪ ওভার চলার সময় ২ উইকেটে ৭০ রান সসংগ্রহ ছিল বাংলাদেশের। কিন্তু এরপর ২৮ রান তুলতে ৫টি উইকেট হারিয়ে বসে মেয়েরা। নিয়মিত উইকেট হারানোর ফলেই পুঁজিটা বড় হয়নি।

পাকিস্তানের বোলারদের মধ্যে নিদা দার ১২ আর নাসরা সান্ধু ১৯ রান খরচ করে নেন দুটি করে উইকেট।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে একটা সময় ৬৯ রানে ৪ উইকেট ছিল পাকিস্তানের। তখন টাইগ্রেসদের মনে আশা জাগালেও শেষ পর্যন্ত এই অল্প পুঁজিতে আর অসাধ্য সাধন করতে পারেনি তারা। ৪ ওভার হাতে রেখে জয় তুলে নেয় পাকিস্তান। পাক অধিনায়ক নিদা দার আর আয়েশা নাসিম ৩৬ রানের জুটিতে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন। নিদা দার ২৪ আর আয়েশা ২০ রানে অপরাজিত থাকেন।

বাংলাদেশের মারুফা আক্তার ও রুমানা আহমেদ নেন দুটি করে উইকেট।

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর