thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ 24, ১৪ চৈত্র ১৪৩০,  ১৮ রমজান 1445

একনেকে ১৭ প্রকল্প অনুমোদন

২০১৩ নভেম্বর ১২ ১৮:১০:২২
একনেকে ১৭ প্রকল্প অনুমোদন

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : অবশেষে সংখ্যা বাড়িয়ে ১৭টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এগুলো বাস্তবায়নে ব্যয় হবে মোট ৪ হাজার ৫৭৯ কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ব্যয় হবে ২ হাজার ৯৩৭ কোটি এবং বৈদেশিক সহায়তা থেকে ১ হাজার ৬৪২ কোটি টাকা।

রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে মঙ্গলবার অনুষ্ঠিত একনেক বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।

বৈঠক শেষে দুপুর সাড়ে ১২টায় সাংবাদিকদের ব্রিফিং করেন, পরিকল্পনা সচিব ভূঁইয়া শফিকুল ইসলাম।

বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) একে খন্দকার, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ একনেকের সদস্য ও সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুমোদিত প্রকল্পগুলো হলো- শিক্ষা মন্ত্রণালনের অধীনে খুলনার পাইকগাছায় কৃষি কলেজ স্থাপন (ব্যয় হবে ৪৫ কোটি টাকা)। কৃষি মন্ত্রণালয়ের অধীনে বৃহওর রংপুর জেলায় আধুনিক ক্ষুদ্র সেচ সম্প্রসারণ প্রকল্প, (ব্যয় ৩৪ কোটি)। স্থানীয় সরকার বিভাগের অধীনে জামালপুর জেলার ইসলামপুর উপজেলাধীন ব্রহ্মপুত্র নদের উপর দুইটি ব্রিজ নির্মাণ (২য় সংশোধিত) (ব্যয় ২০৯ কোটি)। স্থানীয় সরকার বিভাগের টাঙ্গাইল জেলার নাগপুর উপজেলাধীন নাগপুর-মির্জাপুর ভায়া মোকনা সড়কে ধলেশ্বরী নদীর উপর ৫২০ দশমিক ৬০ মিটার দীর্ঘ ব্রিজ নির্মাণ প্রকল্প (ব্যয় ৭০ কোটি)। স্থানীয় সরকার বিভাগের উপকূলীয় শহর অবকাঠামো উন্নয়ন প্রকল্প (ব্যয় ৮৭৫ কোটি)। স্থানীয় সরকার বিভাগের কন্সট্রাকশন অ্যান্ড ইমপ্রুভমেন্ট অব মিরপুর ক্যান্টনমেন্ট বাইপাস রোড, সিরামিক রোড অ্যান্ড আদার রোডস, ড্রেনস অ্যান্ড ফুটপাথ অব পল্লবী এরিয়া প্রকল্প ( ব্যয় ৪১ কোটি টাকা)।

সড়ক বিভাগের পটুয়াখালী-কুয়াকাটা সড়কে শেখ কামাল সেতু, শেখ জামাল সেতু ও শেখ রাসেল সেতু নির্মাণ (২য় সংশোধিত) (ব্যয় ১৭৪ কোটি)। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আনসার ও ভিডিপির ব্যাটালিয়ন সদর দফতর কমপ্লেক্স নির্মাণ (১ম পর্যায় ১৫টি আনসার ব্যাটালিয়ন) (ব্যয় ১৭২ কোটি)। বিদ্যুৎ বিভাগের প্রি-পেইড মিটারিং প্রজেক্ট ফর ডিস্ট্রিবিউশন কুমিল্লা ও ময়মনসিংহ জোনস প্রকল্প (ব্যয় ১৩২ কোটি)। রেলপথ মন্ত্রণালয়ের চিকনি আস্তানা-আশুগঞ্জ সেকশনের ক্ষয়প্রাপ্ত রেল নবায়ণ ও আনুষঙ্গিক কাজ (প্রথম সংশোধিত) (ব্যয় ২৯৭ কোটি টাকা)। বাংলাদেশ রেলওয়ের ১০০টি এমজি ও ৫০টি বিজি যাত্রীবাহী গাড়ি সংগ্রহ (ব্যয় ১ হাজার ১৩০ কোটি টাকা)। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিএনএ বঙ্গবন্ধু কমপ্লেক্স নির্মাণ পতেঙ্গা চট্টগ্রাম প্রকল্প ( ব্যয় ১৭১ কোটি )।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৫০ শয্যা বিশিষ্ট তিনটি বিজিবি হাসপাতাল স্থাপন (দ্বিতীয় সংশোধিত), (ব্যয় ২১৩ কোটি)। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের গোপালগঞ্জ ইডিসিএল এর তৃতীয় শাখা কারখানা স্থাপন প্রকল্প (ব্যয় ৫৯৭ কোটি টাকা)। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিএমএ বঙ্গবন্ধু কমপ্লেক্স নির্মাণ, ভাটিয়ারি চট্টগ্রাম প্রকল্প (ব্যয় হবে ৩২৯ কোটি )।

স্থানীয় সরকার বিভাগের সিলেট সিটি করপোরেশনের আওতাধীন নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, নগর ভবন পুনর্নির্মাণ এবং করপোরেশনের জন্য প্রয়োজনীয় যানবাহন সরঞ্জামাদি সংগ্রহ প্রকল্প (ব্যয় ৪৫ কোটি) এবং সড়ক বিভাগের বাঁদা ঘাট এয়ারপোর্ট (সিলেট) লিংরোডের অসমাপ্ত কাজ সম্পন্নকরণ প্রকল্প (ব্যয় ৪৫ কোটি টাকা)।

(দিরিপোর্ট২৪/জেজে/এনডিএস/নভেম্বর ১২,২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর