thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯,  ৮ রমজান ১৪৪৪

এমবাপ্পের গোলে শেষ মুহূর্তের পিএসজির জয়

২০২৩ মার্চ ১২ ১৩:২৭:৩৬
এমবাপ্পের গোলে শেষ মুহূর্তের পিএসজির জয়

দ্য রিপোর্ট ডেস্ক:শঙ্কা জেগেছিল ব্রেস্ত গোল শোধ দেয়ার পর। এরপর একে এক কত আক্রমণ, কিন্তু জালের দেখা পেতে ব্যর্থ পিএসজি। চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে হারের পর আরেকটি বাজে রাত যখন ক্ষণগুনছে তখন ব্যবধান গড়ে দিয়েছেন কিলিয়ান এমবাপে। লিওনেল মেসির বাড়ানো বল খেলার শেষ মূহুর্তে জালে জড়িয়ে তুলেছেন পূর্ণ তিন পয়েন্ট।

প্রতিপক্ষের মাঠে শনিবার রাতে লিগ ওয়ানের ম্যাচে ২-১ গোলে জিতেছে ক্রিস্তোভ গালতিযেরের দল। কার্লোস সলের এগিয়ে নেয়ার পর স্বাগতিকদের সমতা ফেরান ফঁক অনুখা। যোগ করা সময়ে প্রতি আক্রমণ থেকে ব্যবধান গড়ে দেন এমবাপে। দুর্দান্ত জয়ে টেবিলের শীর্ষও মজবুত হয়েছে প্যারিসের ক্লাবটির।

প্রতিপক্ষের মাঠে বল দখল, গোলে শট থেকে আক্রমণ-সব বিভাগে দাপট দেখিয়েছে মেসি-এমবাপেরা। ৬০ শতাংশ বল দখলে রেখে ১৪টি শটের আটটি রাখে গোলে। বিপরীতে ৬টি শটের দুটি গোলমুখে রাখতে পারে ব্রেস্ত।

খেলার শুরু থেকে আক্রমণের পসরা সাজিয়ে বসা পিএসজি এগিয়ে যায় ৩৭তম মিনিটে। এমবাপের শট ফিরে এসে বল পড়ে সলেরের সামনে। ডিবক্সে অরক্ষিত এই স্প্যানিশ মিডফিল্ডারের বুলেট গতির জড়ায় জালে। ৪৩তম মিনিটে জিয়ানলুইজি দোন্নারুমাকে পরাস্ত করে দারুণ দক্ষতায় ব্রেস্তকে সমতায় ফেরান অনুখা।

শেষদিকে গোলের জন্য মরিয়া হয়ে উঠেছিল দু’দল। আক্রমণ প্রতি আক্রমণের ম্যাচ শেষ পর্যন্ত ড্রয়ের পথে যাচ্ছিল। তবে শেষ মূহুর্তের গোলে বদলে যায় দৃশ্যপট। খেলার ৯০ মিনিটে মেসির পাস ধরে এগিয়ে যান এমবাপে, নিখুঁত দক্ষতায় বল জালে পাঠিয়ে দারুণ এক জয় তুলে দেন পিএসজিকে।

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর