thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৯ মার্চ 24, ৫ চৈত্র ১৪৩০,  ৯ রমজান 1445

শেষ ম্যাচে পরিবর্তন আসবে টাইগার শিবিরে

২০২৩ মার্চ ১৩ ১৩:২৭:০৬
শেষ ম্যাচে পরিবর্তন আসবে টাইগার শিবিরে

দ্য রিপোর্ট প্রতিবেদক:প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হওয়া টি-টোয়েন্টি সিরিজে টানা দুই ম্যাচ জিতে রীতিমতো উড়ছে বাংলাদেশ। সিরিজ জয়ের পর এখন বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে বাংলাওয়াশ করার সুবর্ণ সুযোগ। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে আগামীকাল শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

বিশ্ব চ্যাম্পিয়নদের হারাতে প্রথম দুই ম্যাচে ব্যাটে বলে এক অন্যরকম বাংলাদেশকেই যেনো দেখেছে পুরো বিশ্ব। আর তাই আগামীকাল মিরপুর স্টেডিয়ামে শেষ ম্যাচে কেমন একাদশ নিয়ে মাঠে নামবে সাকিব বাহিনী সেটাই এখন দেখার বিষয়!

প্রথম দুই ম্যাচের মতো ৩য় ম্যাচেও ওপেনিংয়ে লিটন এবং রনি তালুকদার থাকবেন তা নিশ্চিত। তিন নম্বরে খেলবেন দুই ম্যাচেই সেরা পারফর্ম করা নাজমুল হোসেন শান্ত। অধিনায়ক সাকিব আল হাসান চার নাম্বার পজিশনটা তৌহিদ হৃদয়কে ছেড়ে দিয়ে ৫ নম্বরে নামবেন এটাও নিশ্চিত।

ছয় নম্বরে থাকবেন আফিফ হোসেন ধ্রুব। ৭ নম্বর পজিশনে আগের ম্যাচের সেরা খেলোয়াড় মেহেদী হাসান মিরাজ থাকা নিশ্চিত শতভাগ। তবে শেষ ম্যাচে নাসুম আহমেদের পরিবর্তে দেখা যেতে পারে এবারের বিপিএলে সর্বোচ্চ উইকেট শিকারি তানভীর ইসলামকে।

আর মুস্তাফিজুর রহমানকে বিশ্রাম দিয়ে রেজাউর রহমান রাজাকে দেয়া হতে পারে একটা সুযোগ। এছাড়া তাসকিন আহমেদ এবং হাসান মাহমুদ থাকছেন প্লেয়িং ইলেভেনে তাও নিশ্চিত শতভাগ। সম্ভাব্য এই একাদশ নিয়েই ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবার বাংলাওয়াশ করার লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ।

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর