thereport24.com
ঢাকা, বুধবার, ২৯ মার্চ ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯,  ৭ রমজান ১৪৪৪

আওয়ামী লীগ দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে : মির্জা ফখরুল

২০২৩ মার্চ ১৫ ১৯:২২:০৮
আওয়ামী লীগ দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে : মির্জা ফখরুল

দ্য রিপোর্ট প্রতিবেদক:আওয়ামী লীগ দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেবলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১৫ মার্চ) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ফখরুল বলেন, সরকারের খাজাঞ্চি (কোষাগার) খালি হয়ে গেছে। তাই সবখান থেকে ঋণ নিচ্ছে। ব্যাংকের টাকা এবং রিজার্ভ থেকে টাকা চুরি করছে।

তিনি বলেন, জাতীয় নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট চুরির পর তারা এখন সুপ্রিম কোর্টেও ভোট চুরি করছে। তাদের (আওয়ামী লীগ) লক্ষ্যই চুরি করা। এদের পেশা এবং নেশাই চুরি।

বিএনপির এই নেতা বলেন, আমরা একটা ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে লড়াই করছি। যারা মানুষকে মর্যাদা দেয় না, ইতিহাসকে স্বীকৃতি দেয় না এবং দেশের স্বাধীনতা, গণতন্ত্র, সংবিধান ও ন্যায়বিচারে বিশ্বাস করে না।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর