thereport24.com
ঢাকা, শনিবার, ১০ জুন ২০২৩, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩০,  ২১ জিলকদ  ১৪৪৪

গ্রাজুয়েট হলেন সাবিলা,পেলেন লিডারশিপ  অ্যাওয়ার্ড

২০২৩ মার্চ ১৯ ২০:৩৫:১৯
গ্রাজুয়েট হলেন সাবিলা,পেলেন লিডারশিপ  অ্যাওয়ার্ড

দ্য রিপোর্ট প্রতিবেদক:আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) থেকে স্নাতক সম্পন্ন করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। ইংরেজি সাহিত্যে গ্র্যাজুয়েট এই অভিনেত্রী সিজিপিএ ৪-এর মধ্যে পেয়েছেন ৩.৯৭।

রোববার (১৯ মার্চ) এআইইউবির ২১তম সমাবর্তনে বিশ্ববিদ্যালয় সাবিলা নূরকে ‘ড. আনোয়ারুল আবেদিন লিডারশিপ অ্যাওয়ার্ড’-এ ভূষিত করেছে। এই অর্জনে দারুণ খুশি তিনি।

সাবিলা নূর বলেন, ‘অভিনয়ের পাশাপাশি পড়াশোনা চালিয়ে যাওয়াটা বেশ কঠিন ছিল। অনেকের কটু কথাও শুনতে হয়েছে। তবে আমি হাল ছাড়িনি। শত কষ্টেও মনযোগ দিয়ে পড়াশোনা করেছি, যার কারণে এমন রেজাল্ট করতে পেরেছি। এ জন্য আমার পরিবারের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাদের সাপোর্ট ছাড়া এটা সম্ভব হতো না।’

তিনি আরও বলেন, ‘আমার এ লেভেল এবং ও লেভেলে ইংরেজি সাহিত্য ছিল। সাহিত্য আমার খুব পছন্দের বিষয়। বিবিএ থেকে যখন ইংরেজি সাহিত্যে আসি, তখন মনে হলো আমার পছন্দের বিষয়ে এলাম। এমনও হয়েছে, শুটিং থেকে ফিরে সারারাত পড়েছি। সকাল ৮টায় কুইজে অংশ নিয়ে তারপর শুটিং করেছি। পড়াশোনার জন্য অজস্র রাত আমি নির্ঘুম কাটিয়েছি।’

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর