thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩০,  ১২ জিলকদ  ১৪৪৪

বুধবার পর্যন্ত রাজধানীসহ সারা দেশে থাকবে বৃষ্টি

২০২৩ মার্চ ২০ ১৬:০১:০৩
বুধবার পর্যন্ত রাজধানীসহ সারা দেশে থাকবে বৃষ্টি

দ্য রিপোর্ট প্রতিবেদক:বুধবার পর্যন্ত রাজধানীসহ সারা দেশে হবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি। এ সময়ে সারা দেশে দিনের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। সামান্য কমতে পারে রাতের তাপমাত্রাও।

আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেছেন, রাজধানীতে বৃষ্টির ধারা চলবে বুধবার পর্যন্ত। ঢাকার পাশাপাশি রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। আশঙ্কা আছে দুয়েক-এক জায়গায় ভারী ও বজ্রসহ বৃষ্টিরও।

বৃষ্টির দেখা মিলেছে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায়। ফলে অনেকটাই নিচে নেমে এসেছে তাপমাত্রার পারদ।

আবহাওয়া অফিস বলছে, বৃষ্টির কারণে সারা দেশেই তাপমাত্রা কমেছে ৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। বৃহস্পতিবার থেকে কমে আসবে বৃষ্টি। মার্চের শেষে বা এপ্রিলের শুরুর দিকে বাড়তে থাকবে তাপমাত্রা।

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর