thereport24.com
ঢাকা, শনিবার, ১০ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০,  ২১ জিলকদ  ১৪৪৪

কে হচ্ছে হাথুরুর সহকারী,জানালেন জালাল ইউনুস

২০২৩ এপ্রিল ০২ ১৩:৪০:৪৬
কে হচ্ছে হাথুরুর সহকারী,জানালেন জালাল ইউনুস

দ্য রিপোর্ট প্রতিবেদক:চন্ডিকা হাথুরুসিংহে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব নেওয়ার পরপরই হাথুরুর সহকারী চেয়ে বিজ্ঞাপন দিয়েছিল বিসিবি। সেই আবেদনের শেষ সময় ছিল ১ মার্চ। আর টাইগারদের কড়া এই হেডমাস্টারের সহকারী পদে কে যোগ দিচ্ছেন, তা নিয়ে জল্পনা-কল্পনা এখনও চলমান।

তবে বিসিবি জানিয়েছে, তার (হাথুরু) সহকারী হতে এখন পর্যন্ত ১০ জন আবেদন করেছেন। এর মধ্যে একজন বাংলাদেশিও আছেন। এর মধ্যে থেকে ছয় জনের শর্টলিস্ট করা হয়। হাথুরুর সহকারী হতে আগ্রহ জানানোদের এরই মধ্যে সাক্ষাৎকার নিয়েছে বিসিবির কোচ নিয়োগ কমিটি। সাক্ষাৎকারের সময় টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে, হেড অব প্রোগ্রাম ডেভিড মুর ও বিসিবি পরিচালক জালাল ইউনুস উপস্থিত ছিলেন।

জালাল ইউনুস বলছেন, সহকারী কোচ নিয়োগ প্রক্রিয়া অনেক দূর এগিয়েছে। আগামী ১০ দিনের মধ্যেই নাম প্রকাশ করা হবে।

তার দাবি, বিদেশি কেউই হাথুরুসিংহের সহকারী হচ্ছেন।

এর আগে গত ১৮ মার্চ ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জানিয়েছিলেন, যারা আছে, তাদের কিছু শর্ত আছে। তাছাড়া আমাদের দলের চাহিদাও দেখতে হবে। এরপর যাকে যোগ্য মনে হবে, তাকেই নেব। খুব দ্রুতই নেওয়া হবে।

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর