thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ 24, ১৫ চৈত্র ১৪৩০,  ১৯ রমজান 1445

আরব নেতাদের পরিস্থিতি খোলা চোখে দেখার আহবান জেলেনস্কির

২০২৩ মে ২০ ১১:৫১:৫৭
আরব নেতাদের পরিস্থিতি খোলা চোখে দেখার আহবান জেলেনস্কির

দ্য রিপোর্ট ডেস্ক:আরব লীগ সম্মেলনে আরব নেতাদের উদ্দেশে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘আপনার মধ্যে কিছু লোক আছেন, যারা ইউক্রেনের দুর্দশার বেলায় চোখ বুজে থাকেন।’ আরব নেতাদের ইউক্রেন পরিস্থিতি খোলা চোখে দেখার আহ্বান জানান প্রেসিডেন্ট জেলেনস্কি।

জেলেনস্কি আরব লীগের ৩২তম সম্মেলনে কথা বলতে শুক্রবার সৌদি আরবের জেদ্দায় যান। জাপানে চলমান বিশ্বের ক্ষমতার সাত দেশের জোট জি-৭ সম্মেলনে যোগ দিতে যাওয়ার পথে জেদ্দায় নামেন জেলেনস্কি।

আরব লীগ সম্মেলনে ইংরেজিতে দেওয়া বক্তব্যে জেলেনস্কি বলেন, ‘আমি নিশ্চিত, আমরা জনগণকে রাশিয়ার কারাগার থেকে মুক্ত করতে পারব। আমরা কোনো বিদেশি রাষ্ট্র বা উপনিবেশের কাছে মাথা নত করব না। আমাদের একটাই লক্ষ্য, সেটি হচ্ছে ইউক্রেনের লোকজনকে সুরক্ষ দেওয়া। যুদ্ধটা ইউক্রেন বাধায়নি, এমনকি ইউক্রেন কোনো জায়গায় গন্ডগোলও পাকায়নি। আমাদের দেশে যা চলছে, সেটি একটি যুদ্ধ, এটি নিছক সংঘাত নয়। ইউক্রেনকে লড়াই চালিয়ে যেতে বাধ্য করা হচ্ছে।’

জেলেনস্কি বলেন, ‘আমরা ক্ষেপণাস্ত্র তাক করি না, শত্রুরা সেটা করে। শত্রুর শক্তির তুলনায় আমাদের তুলনামূলক কোনো সক্ষমতা নেই। তবুও আমরা শক্ত আছি, কারণ আমরা জানি, সত্য আমাদের পক্ষে আছে।’

ফরাসি সরকারের একটি উড়োজাহাজে পোল্যান্ড থেকে রওনা হয়ে জেদ্দায় অবতরণ করেন জেলেনস্কি। এসময় তাঁকে বিমানবন্দরে সৌদি আরবের প্রতিনিধিদল স্বাগত জানায়। আরব লীগ সম্মেলনে বক্তব্য দেওয়া ছাড়াও সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানসহ আরব নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয় জেলেনস্কির।

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর