thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অস্ত্র সমর্পণ করে আত্মসমর্পণ করেছেন ৩২৩ চরমপন্থী

২০২৩ মে ২১ ১২:১২:৪৪
স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অস্ত্র সমর্পণ করে আত্মসমর্পণ করেছেন ৩২৩ চরমপন্থী

দ্য রিপোর্ট প্রতিবেদক: সিরাজগঞ্জে স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে অস্ত্র সমর্পণ করে আত্মসমর্পণ করছেন ৩২৩ জন চরমপন্থী। জমা দেওয়া হচ্ছে ২১৯টি আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্র।

রবিবার (২১ মে) বেলা সাড়ে এগারটায় জেলার সলঙ্গায় র‍্যাব-১২ সদরদপ্তরে এই আত্মসমর্পণ অনুষ্ঠিত হবে।

আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি। আরো উপস্থিত থাকবেন বাংলাদেশ পুলিশের আইজিপি আব্দুল্লাহ আল মামুন, র‍্যাব প্রধান খুরশিদ হাসান ও র‍্যাব ১২ অধিনায়ক অতিরিক্ত পুলিশ উপ-মহাপরিদর্শক মারুফ হাসানসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর উধ্বর্তন কর্মকর্তারা।
র‍্যাব-১২ অধিনায়ক, অতিরিক্ত পুলিশ উপ-মহাপরিদর্শক মারুফ হাসান জানান, স্বাভাবিক জীবনে ফিরতে সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, রাজবাড়ি, টাঙ্গাইল, বগুড়া ও মেহেরপুর জেলার এলএম লাল পতাকা বাহিনীর ২৯৪ জন, জনযুদ্ধ সংগঠনের ৮ জন এবং সর্বহারা পার্টির ২১ জন সদস্যসহ মোট ৩২৩ জন চরমপন্থী ২১৯টি আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের নিকট আত্মসমর্পণ করবেন। আত্মসমর্পণকারিদের নানাভাবে পুনর্বাসিত করা হবে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর