thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ 24, ১৪ চৈত্র ১৪৩০,  ১৯ রমজান 1445

আমরা সর্বজন স্বীকৃত বিশ্বের বুকে রোল মডেল: প্রধানমন্ত্রী

২০২৩ মে ২৯ ১৮:৫১:৫৭
আমরা সর্বজন স্বীকৃত বিশ্বের বুকে রোল মডেল: প্রধানমন্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক:প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘গত ৩৫ বছর ধরে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সর্বোচ্চ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ এবং সক্রিয় অংশগ্রহণকারী দেশ হিসেবে বাংলাদেশ অত্যন্ত সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে। এমনকি অনেক জায়গা রয়েছে যেখানে অন্যান্য দেশ শান্তিরক্ষী পাঠাতে চায়নি, সেখানেও আমরা শান্তিরক্ষী প্রেরণ করেছি। শান্তি ও নিরাপত্তা বজায় রাখার বৈশ্বিক প্রচেষ্টায় বাংলাদেশ আজ একটি নির্ভরযোগ্য নাম। আমরা সর্বজন স্বীকৃত বিশ্বের বুকে রোল মডেল।’

সোমবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতিসংঘ শান্তিরক্ষা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ‘বিশ্ব শান্তি ও নিরাপত্তায় বাংলাদেশ দায়িত্বশীল ও নির্ভরযোগ্য নাম।

বিশ্ব শান্তি নিশ্চিত করা এখন অতীতের চেয়ে অনেক কঠিন বলেও উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পররাষ্ট্রনীতি ‘সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়’ -সেটা আজও অনুসরণ করছে বাংলাদেশ।

তিনি বলেন, ‘বাংলাদেশের শান্তিরক্ষীরা দেশে স্থিতিশীলতায় কাজের পাশাপাশি সামাজিক দায়িত্বও পালন করেন। ’ শান্তিরক্ষীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা সংঘাত প্রতিরোধ ও শান্তি রক্ষায় কাজ করে যাচ্ছেন। অন্য দেশের শান্তিরক্ষীদের প্রশংসা কুড়িয়েছেন। শান্তি রক্ষায় দৃষ্টান্ত স্থাপন করেছেন। দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। এ জন্য আপনাদের জন্য দোয়া করি, ধন্যবাদ জানাই। ’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা দারিদ্র্য কমাতে সক্ষম হয়েছি। পদ্মা সেতুর মতো সেতু করেছি। দেশের উন্নয়ন করে যাচ্ছি। গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকায় উন্নয়ন হয়েছে। ’

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর