thereport24.com
ঢাকা, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১,  ৭ রবিউস সানি 1446

যুক্তরাষ্ট্রের সিনেটেও পাস হলো ঋণ সীমা বাড়ানোর বিল

২০২৩ জুন ০২ ১৩:১৯:৩১
যুক্তরাষ্ট্রের সিনেটেও পাস হলো ঋণ সীমা বাড়ানোর বিল

দ্য রিপোর্ট ডেস্ক:যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণের সীমা বাড়ানোর পক্ষে ভোট দিয়েছেন মার্কিন সিনেটররা। স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে এ নিয়ে ভোটাভুটি হয়। বিলটির পক্ষে ৬৩টি ভোট পড়ে, বিপক্ষে ৩৬ ভোট।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বিলটিতে সই করলে এটি আইনে পরিণত হবে। মার্কিন প্রেসিডেন্ট আশ্বাস দিয়েছেন যে, তিনি এই বিলটিতে স্বাক্ষর করবেন

সংশ্লিষ্টরা বলছেন, মার্কিন সিনেটে জাতীয় ঋণসীমা বাড়ানোর বিল পাস হওয়ায় যুক্তরাষ্ট্রকে আর দেউলিয়া হতে হবে না।

যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক দলের শীর্ষ সিনেটর চাক শুমার বলেন, আমেরিকা এখন স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে কারণ আমাদের আর দেউলিয়া হতে হচ্ছে না।

গত বুধবার সন্ধ্যায় রিপাবলিকান-নিয়ন্ত্রিত যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে জাতীয় ঋণসীমা বাড়ানোর বিল পাস হয়। বিলটির পক্ষে ৩১৪ ভোট পড়ে, বিপক্ষে ১১৭ ভোট।

বর্তমানে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণের সীমা ৩১ লাখ ৪০ হাজার কোটি ডলার। নতুন চুক্তি অনুযায়ী, ঋণসীমা দুই বছরের জন্য বাড়ানো হবে। আমেরিকার অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন জানিয়েছিলেন, যদি আগামী ৫ জুনের মধ্যে ঋণসীমা বৃদ্ধি না হয় তাহলে যুক্তরাষ্ট্র সরকার খেলাপি হয়ে যাবে। এমনটি হলে মার্কিন সরকারের ঋণ নেওয়া ও অর্থ পরিশোধের ক্ষমতা সীমিত হয়ে যেত।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর