thereport24.com
ঢাকা, বুধবার, ৯ অক্টোবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১,  ৫ রবিউস সানি 1446

বিশ্বের বিভিন্ন বিমান সংস্থার বাংলাদেশের কাছে পাবে  ২ হাজার কোটি টাকা

২০২৩ জুন ০৫ ১২:০১:০৫
বিশ্বের বিভিন্ন বিমান সংস্থার বাংলাদেশের কাছে পাবে  ২ হাজার কোটি টাকা

দ্য রিপোর্ট ডেস্ক:দ্য ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ) জানিয়েছে বিশ্বের বিভিন্ন বিমান সংস্থার বাংলাদেশের কাছে পাওনা রয়েছে ২১ কোটি ৪১ লাখ মার্কিন ডলার। যা বাংলাদেশি টাকায় ২ হাজার কোটি টাকার বেশি।

রোববার (৪ জুন) আইএটিএ’র ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান সংস্থাগুলো পাওনার অধিকাংশই আটকে আছে বিশ্বের মাত্র ৫টি দেশে। সবচেয়ে বেশি পাওনা রয়েছে নাইজেরিয়ার কাছে, দেশটির কাছে বিমান সংস্থাগুলোর পাওনা ৮১ কোটি মার্কিন ডলারের বেশি।

বাংলাদেশ রয়েছে দ্বিতীয় স্থানে। বাংলাদেশের কাছে পাওনা রয়েছে ২১ কোটি ৪১ লাখ মার্কিন ডলার। বাকি তিনটি দেশ হলো আলজেরিয়া, পাকিস্তান ও লেবানন। তাদের কাছে পাওনা যথাক্রমে- ১৯ কোটি, ১৮ কোটি ও ১৪ কোটি মার্কিন ডলারের বেশি। এই পাঁচটি দেশের কাছে আটকে আছে মোট পাওনার ৬৮ শতাংশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০২২-এর এপ্রিলের তুলনায় এ বছরের এপ্রিলে ৪৭ শতাংশ বেড়েছে।

আইএটিএ বলছে, বিশ্বের সরকারগুলোর কাছে বিপুল পরিমাণ পাওনা নিরবিচ্ছিন্ন উড়োজাহাজ সংযোগের ক্ষেত্রে বাধা তৈরি করছে। সংস্থাটির মহাপরিচালক উইলি ওয়ালশ বলেন, বকেয়া পাওনা না পেলে বাণিজ্যিক কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব নয়।

সেবা নেওয়া দেশকে আন্তর্জাতিক চুক্তি এবং চুক্তির বাধ্যবাধকতাগুলো মেনে চলার আহ্বান জানান আইএটিএ মহাপরিচালক।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর