thereport24.com
ঢাকা, বুধবার, ২৪ জুলাই ২০২৪, ৯ শ্রাবণ ১৪৩১,  ১৭ মহররম 1446

সরকারের অধীনে কোন নির্বাচনে যাবেনা বিএনপি: পিটার হাসকে বললেন ফখরুল

২০২৩ জুন ০৬ ১৯:৫৬:২৩
সরকারের অধীনে কোন নির্বাচনে যাবেনা বিএনপি: পিটার হাসকে বললেন ফখরুল

দ্য রিপোর্ট প্রতিবেদক:বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে মঙ্গলবার (৬ মে) দুপুরে তার দূতাবাসে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে আওয়ামী লীগ সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে অংশ নেবে না বলে পিটার হাসকে জানান মির্জা ফখরুল।

গণমাধ্যমকে তিনি বলেন, পিটার হাসের আমন্ত্রণে তার দূতাবাসে প্রায় এক ঘণ্টা অবস্থান করেছি। এ সময় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আগামী নির্বাচন এবং নতুন মার্কিন ভিসানীতি নিয়ে আলোচনা হয়েছে।

বিএনপির এই নেতা বলেন, দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে বিএনপির অবস্থান খুবই পরিষ্কার। বিষয়টি আবারও মার্কিন রাষ্ট্রদূতকে অবহিত করা হয়েছে। ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। পিটার হাসকে বলেছি ‌‘আওয়ামী লীগ সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে অংশ নেবে না।’

মার্কিন রাষ্ট্রদূতকে বিএনপি মহাসচিব আরও বলেন, মার্কিন ভিসানীতি বাংলাদেশের জন্য লজ্জাজনক। যদিও বর্তমান দেশের পরিস্থিতিতে মানুষ এই ভিসানীতে স্বাগত জানিয়েছে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর